শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে ডিবির অভিযানে ৩০০ পিস ইয়াবা এবং ৩০০ গ্রাম গাঁজাসহ ৪ জন গ্রেফতার যৌথ বাহিনী পরিচালিত উল্লেখযোগ্য অভিযানসমূহ শেরপুরে এসএসসি ও সমমান পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম “ময়মনসিংহ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত” বিএমএসএফের পটুয়াখালী জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত মাগুরায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ৯ রাশিয়ান সেনা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানালেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ময়মনসিংহ জেলা পুলিশের “বিশেষ কল্যাণ সভা” অনুষ্ঠিত মাগুরা আর্মি ক্যাম্পের সেনাসদস্য কর্তৃক জরুরি ভিত্তিতে রক্তদান প্রসঙ্গে অবসরপ্রাপ্ত সস্ত্রবাহিনীর নতুন দলের আত্মপ্রকাশ “জনতার দল “চলছে নির্বাচনের গণসংযোগ ও প্রার্থীর বাছাই পর্ব ।।

বাতিল হচ্ছে বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক

Reporter Name
  • আপডেট সময়: শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
  • ৪১ টাইম ভিউ

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনার পতনের পর হাতপ আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন ওই সময় নির্বাচনের দায়িত্ব পালন করা কর্মকর্তাগণ।বিশেষ করে যারা সেই সময় বিভিন্ন রাষ্ট্রীয় পদক পেয়েছেন।

সরকারের প্রশাসনে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রবর্তিত শীর্ষ পদক ‘বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক’ বাতিল করা হচ্ছে।তবে এ যাবত প্রশাসনের যারা এই পদক পেয়েছেন, তারাই এখন ভুগছেন আতঙ্কে। আওয়ামী লীগের আমলে পদকপ্রাপ্ত এই কর্মকর্তা-কর্মচারীদের চিহ্নিত করা হচ্ছে হাসিনা সরকারের কাছ থেকে ‘বিশেষ সুবিধাপ্রাপ্ত’ হিসেবে। বলা হচ্ছে, এই পদকপ্রাপ্তরা মূলত দলবাজ ও দলীয় মদতপুষ্ট। তারা দলীয় বিবেচনাতেই এই পদক পেয়েছেন, যোগ্যতার ভিত্তিতে নয়। তাই বর্তমানে তাদের রাখা হয়েছে সন্দেহের তালিকায়। পদক বাতিলের পর পদকপ্রাপ্ত এসব কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধেও নেওয়া হতে পারে শাস্তিমূলক ব্যবস্থা। এরা এখন এই আতঙ্কে দিন পার করছেন। জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে এসব তথ্য।

সূত্র জানিয়েছে, ইতোমধ্যেই ‘বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার‘বঙ্গবন্ধু আন্তর্জাতিক শান্তি পুরস্কার’বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক‘শেখ রাসেল পদক’বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড ফর ওয়াইল্ডলাইফ কনজারভেশন’ ও ‘বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার’ বাতিল করা হয়েছে।এর আগে,’শেখ হাসিনা ও তার পরিবারের নামে নামকরণ করা বিভিন্ন সরকারি স্থাপনার নাম পরিবর্তন করেছে অন্তর্বর্তী সরকার। তবে এখনও বাতিল করা হয়নি ‘বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক’। বাতিলের ধারাবাহিকতায় ‘বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক’ যে কোনও সময় বাতিল করা হতে পারে।এ প্রক্রিয়া শুরু করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তবে কবে নাগাদ সেটি বাতিল হচ্ছে, আর কবে নাগাদ সেই আদেশের প্রজ্ঞাপন জারি করা হবে,তা বলতে পারছেন না সংশ্লিষ্ট কেউই।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2019 Breaking News
ESAITBD Sof-Lab UAE/BD