সরকারের প্রশাসনে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রবর্তিত শীর্ষ পদক ‘বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক’ বাতিল করা হচ্ছে।তবে এ যাবত প্রশাসনের যারা এই পদক পেয়েছেন, তারাই এখন ভুগছেন আতঙ্কে। আওয়ামী লীগের আমলে পদকপ্রাপ্ত এই কর্মকর্তা-কর্মচারীদের চিহ্নিত করা হচ্ছে হাসিনা সরকারের কাছ থেকে ‘বিশেষ সুবিধাপ্রাপ্ত’ হিসেবে। বলা হচ্ছে, এই পদকপ্রাপ্তরা মূলত দলবাজ ও দলীয় মদতপুষ্ট। তারা দলীয় বিবেচনাতেই এই পদক পেয়েছেন, যোগ্যতার ভিত্তিতে নয়। তাই বর্তমানে তাদের রাখা হয়েছে সন্দেহের তালিকায়। পদক বাতিলের পর পদকপ্রাপ্ত এসব কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধেও নেওয়া হতে পারে শাস্তিমূলক ব্যবস্থা। এরা এখন এই আতঙ্কে দিন পার করছেন। জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে এসব তথ্য।
সূত্র জানিয়েছে, ইতোমধ্যেই ‘বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার‘বঙ্গবন্ধু আন্তর্জাতিক শান্তি পুরস্কার’বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক‘শেখ রাসেল পদক’বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড ফর ওয়াইল্ডলাইফ কনজারভেশন’ ও ‘বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার’ বাতিল করা হয়েছে।এর আগে,’শেখ হাসিনা ও তার পরিবারের নামে নামকরণ করা বিভিন্ন সরকারি স্থাপনার নাম পরিবর্তন করেছে অন্তর্বর্তী সরকার। তবে এখনও বাতিল করা হয়নি ‘বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক’। বাতিলের ধারাবাহিকতায় ‘বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক’ যে কোনও সময় বাতিল করা হতে পারে।এ প্রক্রিয়া শুরু করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তবে কবে নাগাদ সেটি বাতিল হচ্ছে, আর কবে নাগাদ সেই আদেশের প্রজ্ঞাপন জারি করা হবে,তা বলতে পারছেন না সংশ্লিষ্ট কেউই।