মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০১:০৩ পূর্বাহ্ন

ভোলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের নবীন সম্মেলনে মুফতি ফয়জুল করিম

রির্পোটারের নাম
  • প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
  • ১৪২ দেখা হয়েছে :

এইচ এম হাছনাইন,ভোলা প্রতিনিধি
ভোলায় ইসলামী আন্দোলন বাংলাদেশ উত্তর শাখার উদ্যোগে নবীন সদস্যেদের জন্য নবীন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
২৪ জুন সোমবার বিকাল ৩ ঘটিকায় ভোলা বাংলা স্কুল মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম শায়েখে চরমোনাই।
প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন,দুর্নীতির মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন খাতের দায়িত্বশীল লোকেরা আঙ্গুল ফুলে বটগাছে পরিনত হয়েছে। প্রত্যেকটা সরকারী অফিস দুর্নীতির আখড়ায় পরিনত হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্নভাবে দুর্নীতি করে শিক্ষার্থী ও নিয়োগ প্রক্রিয়া করে ঘুষ বাণিজ্য করছে। সরকারি কর্ম প্রতিষ্ঠানেও ঘুষ বাণিজ্য করছে। দ্রব্যমূল্য আজকে আকাশসীমা ছাড়িয়ে গেছে।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর বরিশাল বিভাগীয় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ সিরাজুল ইসলাম। এ সময় তিনি বলেন, চুক্তির নামে ভারতকে ট্রানজিট দেওয়ার ষড়যন্ত্র দেশবাসী মেনে নিবে না। ঐক্যবদ্ধভাবে দেশপ্রেমিক জনতা প্রতিহত করবে। ইনশাআল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর এর সভাপতি আলহাজ্ব মাওলানা আতাউর রহমান মোমতাজী, সহ-সভাপতি মাওলানা মুহাম্মদ ওবায়েদ বিন মোস্তফা, সাধারণ সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারি মাওলানা মুফতি আবদুল মোমিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইউসুফ আদনান, ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা সভাপতি আলহাজ্ব নুরুল ইসলাম পাটোয়ারী, জাতীয় শিক্ষক ফোরামের জেলা সভাপতি অধ্যক্ষ কাজী আবদুর রহমান, ইসলামী যুব আন্দোলনের জেলা সভাপতি মাওলানা শোয়াইব আহমেদ, ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সভাপতি মুহাম্মদ আবু জাফর, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তজুমদ্দিন উপজেলা শাখার তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এইচ এম হাছনাইনসহ ভোলা সদর থানার ও বিভিন্ন উপজেলার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category



© All rights reserved ©  রংধনুটিভি ২০২৪
ESA IT BD Software Lab Trishal