এইচ এম হাছনাইন,ভোলা প্রতিনিধি
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ভোলার তজুমদ্দিন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে সংবর্ধনা প্রধান করে শম্ভুপুর শাহে আলম মডেল কলেজ ।
বৃহস্পতিবার বেলা ১২ ঘটিকায় কলেজের হলরুমে সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতেই নব নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক দেওয়ান ও ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম মহাজনকে ফুল দিয়ে বরণ করে নেয় শম্ভুপুর শাহে আলম মডেল কলেজের অধ্যক্ষ, শিক্ষক কর্মচারী ও ছাত্র-ছাত্রীরা।
এসময় টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন, বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল হক দেওয়ান, ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম মহাজন, অফিসার ইনচার্জ মোঃ আনোয়ারুল হক, হোসনেয়ারা চৌধুরী মহিলা কলেজের অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমন, চাঁদপুর ইউপি চেয়ারম্যান শহিদুল্যাহ কিরন, চাঁচড়া ইউপি চেয়ারম্যান মোঃ আবু তাহের মিয়া, শাহে আলম মডেল কলেজের প্রভাষক মোঃ রিয়াজ উদ্দিন, মোঃ সাদিদ, আঃ হান্নান, মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জামাল উদ্দিন, মোঃ আবু কালাম নিরব, দাখিল মাদ্রাসার সুপার মাওলানা সামছু উদ্দিন, শম্ভুপুর আ’লীগের সভাপতি মোঃ সাইদুল হক, সাধারণ সম্পাদক মোঃ কামাল উদ্দিন, যুবলীগের সভাপতি জামাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইফুউদ্দিন সবুজ, সাধারণ সম্পদক অপু চৌধুরী প্রমুখ।