যারা সবুজ সংকেত পেয়েছেন,বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে সাবেক এমপি কাজী রফিকুল ইসলাম, বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে জেলা বিএনপির সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল মুহিত তালুকদার, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে সাবেক এমপি ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন এবং বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে সাবেক এমপি গোলাম মোহাম্মদ সিরাজ। কাজী রফিকুল ইসলাম(সাবেক এমপি) জানান, তারেক রহমান মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে ফোনে তাকে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-১ আসনে প্রার্থী হওয়ার কথা বলেছেন। নির্বাচনে কীভাবে বিজয়ী হওয়ার ব্যাপারে দিকনির্দেশনা দিয়েছেন। জেলা বিএনপির সহসভাপতি মুহিত তালুকদার জানান, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফোন করে তাকে বগুড়া-৩ আসনে প্রার্থী হওয়ার কথা বলেছেন।তিনি সবাইকে ঐক্যবদ্ধ করে মাঠে নামার ও নির্দেশ দিয়েছেন। মোশাররফ হোসেন জানান, মঙ্গলবার রাত ১০টা ৪০ মিনিটে নেতা তারেক রহমান ফোন করে বগুড়া-৪ আসনে প্রার্থী হওয়ার কথা বলেছেন। সবাইকে সঙ্গে নিয়ে আমাকে সংসদ নির্বাচনের জন্য কাজ করতে বলেছেন। বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ-সদস্য (এমপি) মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করেন বলেন নেতা তাকে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে কাজ করতে বলেছেন। সাবেক এমপি গোলাম মোহাম্মদ সিরাজ বলেন, নেতা আমাকে বগুড়া-৫ আসনে প্রতিদ্বন্দ্বিতার কথা ↑ বলেছেন।