রাজবাড়ী সরকারি কলেজে মব সৃষ্টি করে আওয়ামী পন্থী এক শিক্ষককে কলার ধরে নিচে নামিয়ে মারধরের অভিযোগ উঠেছে একই কলেজের এক সহযোগী অধ্যাপকের বিরুদ্ধে। গতকাল বুধবার (১৬ অক্টোবর) বিকেল ৪টার দিকে কলেজের একাডেমিক ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে। ঘটনার একটি ১০ সেকেন্ডের ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে মারধরের দৃশ্যের একটি অংশ দেখা যায়। এ বিষয়ে কলেজের অধ্যক্ষ প্রফেসর এ কে এম ইকরামুল করিম বলেন, ‘আমি শুনেছি কিছুটা কথা-কাটাকাটি হয়েছে। তবে মারধরের বিষয়টি এখনো নিশ্চিত নই। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’ ঘটনার পর শিক্ষক সমাজে ভুক্তভোগী শিক্ষক, হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক এ কে এম আজাদুর রহমান জানান, পূর্ব ঘটনার সূত্র ধরে অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মোস্তফা কামাল তাকে কলার ধরে নিচে নামিয়ে এনে কিল-ঘুষি মারেন। এ সময় তার ঘাড়, চোখ ও মুখে আঘাত লাগে। পরে তিনি রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসা নেন। আজাদুর রহমান বলেন, ‘দুপুরে পরীক্ষার দায়িত্ব পালনের সময় আমার বন্ধু ও ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক কুতুব উদ্দিনকে ইসলামের ইতিহাস বিভাগের এক শিক্ষক ধাক্কা দেন। আমরা অধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ দিতে গেলে মোস্তফা কামাল স্যার হঠাৎ এসে আমার ওপর হামলা করেন।’ প্রিন্সিপালের সামনেই মব সৃষ্টি করে আমাদের নাজেহাল করা হয়েছে।আমরা এর উপযুক্ত বিচার চাই।প্রভাষক কুতুব উদ্দিন ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে বলেন, ‘আজাদ স্যারের ওপর হামলা ঠেকাতে গেলে বাংলা বিভাগের জাহাঙ্গীর আলম স্যারকেও ঘুষি দেওয়া হয়। পরে আমরা আজাদ স্যারকে হাসপাতালে নিয়ে যাই। তিনি গুরুতর আহত হয়েছেন। অভিযুক্ত অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মোস্তফা কামাল অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আজাদ স্যার খারাপ ব্যবহার করায় আমি কলার ধরেছিলাম, তবে মারধর করিনি। আর ওই শিক্ষকরা একজন সহকর্মীকে হুমকি দিয়েছিলেন, আমি সেটা জানতে গিয়েছিলাম।’ তবে হুমকিপ্রাপ্ত শিক্ষকের নাম জানাতে পারেননি তিনি। ঘটনার পর শিক্ষক সমাজে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে বলেন, দুজন শিক্ষকই বিসিএস ক্যাডার। সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত। অথচ একজন শিক্ষক প্রকাশ্যে আরেকজন শিক্ষককে কলার ধরে মারধর করছেন, এটা শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য চরম লজ্জাজনক ও নিন্দনীয় ঘটনা। তারা ঘটনার তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।