ত্রিশালে বঙ্গবন্ধু এবং বঙ্গমাতা অনুর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে।
ময়মনসিংহের ত্রিশালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭) এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৯ জুন) বিকেলে ত্রিশাল সরকারি নজরুল একাডেমি মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান আনিছ।
উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি)ও খেলা পরিচালনা কমিটির আহবায়ক মাহবুবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আনোয়ার সাদাত,ত্রিশাল পৌরসভার মেয়র আমিনুল ইসলাম আমিন সরকার,উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম শামসুদ্দীন,জেলা আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা ফজলে রাব্বী,ত্রিশাল উপজেলা পরিষদের নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান ইব্রাহিম খলিল নয়ন,শিরিন ইসলাম চায়না,উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা,প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ত্রিশাল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মফিজুল ইসলাম ।
নকআউট পর্বের এ টুর্নামেন্টে বইলর ইউনিয়ন ও ত্রিশাল ইউনিয়নের মধ্যকার উদ্বোধনী খেলায় বইলর ইউনিয়ন টাইব্রেকারে ত্রিশাল ইউনিয়নকে ৩-২ গোলে পরাজিত করে।