শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৪:১৩ পূর্বাহ্ন

মাগুরায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ৯

রংধনুটিভি ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময়: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ১১৮ টাইম ভিউ

ঢাকা, ০৯ এপ্রিল ২০২৫ (বুধবার): সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ ৫৫ পদাতিক ডিভিশনের অধীনস্থ একটি ইউনিটের নেতৃত্বে মাগুরা জেলার সদর থানার অন্তর্গত পারলা এলাকায় অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে ঘটনাস্থল হতে দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্র ও মাদকদ্রব্যসহ সন্ত্রাসী মোঃ ফরিদ হাসান খান ও তার ০৮ জন সহযোগীকে আটক করা হয়।

অভিযানে আটককৃতদেরকে জব্দকৃত মালামালসহ মাগুরা সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য যে, সন্ত্রাসী ফরিদ হাসান খান মাগুরা সদর এলাকায় অস্ত্র প্রদর্শনের মাধ্যমে চাঁদাবাজি, লুটপাট, ভয়ভীতি প্রদর্শনসহ নানান ধরনের সন্ত্রাসী কর্মকান্ডে লিপ্ত বলে নানান মহল থেকে অভিযোগ পাওয়া যায়।

বাংলাদেশ সেনাবাহিনী দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সাধারণ জনগণের সুরক্ষা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2019 Breaking News
ESAITBD Sof-Lab UAE/BD