শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৪:১৬ পূর্বাহ্ন

জামালপুরে ডিবির অভিযানে ৩০০ পিস ইয়াবা এবং ৩০০ গ্রাম গাঁজাসহ ৪ জন গ্রেফতার

রংধনুটিভি ডেস্ক রির্পোট
  • আপডেট সময়: শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ৩৫ টাইম ভিউ

গত ১১/০৪/২০২৫ ইং তারিখ সন্ধ্যা ১৯.১০ ঘটিকায় মাননীয় পুলিশ সুপার জামালপুর ও সদর সার্কেল দ্বয়ের নির্দেশনায় এবং অফিসার ইনচার্জ, ডিবি-১, জামালপুরের তত্ত্বাবধানে এসআই/এহসানুল হক এবং সঙ্গীয় অফিসার ফোর্সের একটি চৌকস টিমের অভিযানে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানাধীন কাউনিয়ারচর এলাকা হইতে মাদক ব্যবসায়ী ১। মো: ফুল মিয়া (৩৫), পিতা- মো: হরফ আলী, মাতা- মোছা: ফুলজান, সাং- করাতি পাড়া, থানা- রাজিবপুর, জেলা- কুড়িগ্রামকে ২০০ (দুইশত) পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক হয়। এসআই/আপেল মাহমুদ এবং সঙ্গীয় অফিসার ফোর্সের একটি চৌকস টিমের অভিযানে একই তারিখ বিকাল ১৭.১০ ঘটিকায় জামালপুর জেলার মেলান্দহ থানাধীন ভাবকি বাজার টু রশিদপুর গামী মধ্যেরচর সাকিন হইতে মাদক ব্যবসায়ী ১। মো: খোরশেদ আলম (২২), পিতা- নুরুল ইসলাম, মাতা- পরী বেগম, ২। মো: মামুন(২৭), পিতা- মো: মহর আলী, মাতা- মোছা: মালেকা বেগম, উভয় সাং- চেংটিমারি, থানা- দেওয়ানগঞ্জ, জেলা- জামালপুরদ্বয়কে ১০০(একশত) পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করা হয়। এসআই/মো: আতিকুর রহমান এবং সঙ্গীয় অফিসার ফোর্সের একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে একই তারিখ ১৬.১০ ঘটিকায় জামালপুর সদর থানাধীন শরিফপুর বাজার এলাকা হইতে মাদক ব্যবসায়ী ১। মো: আব্দুল গফুর (৫০), পিতা- মৃত আব্দুল হামিদ, সাং- মির্জাপুর, থানা+জেলা- জামালপুরকে ৩০০(তিনশত) গ্রাম গাজাসহ আটক করেন। উপরোক্ত গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করত: বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2019 Breaking News
ESAITBD Sof-Lab UAE/BD