জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২৩-এর জুরিবোর্ড পুনর্গঠন করে প্রজ্ঞাপন জারি করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। ওই প্রজ্ঞাপনে জুরি বোর্ডের নতুন সদস্যদের নাম ঘোষণা করা হয়। অভিনেত্রী সুচরিতা, অভিনেতা খাজা নাঈম মুরাদ, সংগীত পরিচালক মকসুদ জামিল মিন্টু ও চলচিত্র পরিচালক সাঈদুর রহমান সাঈদকে নিয়ে চার সদস্যের জুরি বোর্ড গঠন করা হয়। আজীবন সম্ভাবনা পেতে পারেন অসুস্থ চিত্রনায়ক জাবেদ ও শবনম। তাদের সুপারিশে চূড়ান্ত হতে যাচ্ছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২৩ এর বিজয়ীদের নাম। এরই মধ্যে বোর্ড সদস্যরা তাদের চূড়ান্ত মতামত ও নম্বর জমা দিয়েছেন তথ্য মন্ত্রণালয়ে। খুব শিগগিরই পুরস্কারপ্রাপ্তদের নাম চূড়ান্ত করে প্রজ্ঞাপন জারি করা হবে। জুরি বোর্ডের সুপারিশ থেকে সম্ভাব্য পুরস্কার বিজয়ীদের তালিকায় স্থান পেয়েছে পরিচালক খন্দকার সুমন,অভিনেতা শাকিব খান,অভিনেত্রী তমা মির্জা,অভিনেতা শিবা শানু, খলনায়ক রাশেদ মামুন অপু, গীতিকার প্রিন্স মাহমুদ, সংগীতশিল্পী রিয়াদ। ‘শ্রেষ্ঠ অভিনেতা পার্শ্ব চরিত্র’ হিসেবে ‘ওরা ৭ জন’-এর জন্য শিবা শানু এগিয়ে রয়েছেন। এ বিভাগে একই ছবির জন্য ইমতিয়াজ বর্ষণের নামও রয়েছে। ‘শ্রেষ্ঠ খল অভিনেতা’ হিসেবে ‘প্রহেলিকা’-এর জন্য রাশেদ মামুন অপু পুরস্কার পেতে পারেন। গানের তালিকায় এগিয়ে রয়েছে ‘প্রিয়তমা’। ছবিটির জন্য ‘শ্রেষ্ঠ সংগীত পরিচালক’ ও ‘শ্রেষ্ঠ সুরকার’-এর সম্ভাব্য তালিকায় এগিয়ে রয়েছেন প্রিন্স মাহমুদ। একই ছবির ‘ঈশ্বর’ গানের জন্য সোমেশ্বর অলি ‘শ্রেষ্ঠ গীতিকার’ এবং ‘শ্রেষ্ঠ গায়ক’ হিসেবে রিয়াদ জুরি বোর্ডের নম্বরে এগিয়ে রয়েছেন। কোনাল এ ছবির ‘ও প্রিয়তমা’ গানের জন্য ‘শ্রেষ্ঠ গায়িকা’ হিসেবে এগিয়ে আছেন। একই গানের জন্য ‘শ্রেষ্ঠ গায়ক’ হিসেবে বালাম রয়েছেন তালিকার শীর্ষে। ‘শ্রেষ্ঠ কাহিনিকার’ হিসেবে ‘প্রিয়তমা’র ফারুক হোসেন সম্ভাব্য পুরস্কার বিজয়ীর তালিকায় রয়েছেন। ‘শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা’ হিসেবে এগিয়ে রয়েছেন ‘সাঁতাও’-এর নির্মাতা খন্দকার সুমন। একই ছবির সুজন মাহমুদ ‘শ্রেষ্ঠ শব্দগ্রাহক’ ক্যাটাগরিতে পুরস্কার পেতে পারেন। ‘শ্রেষ্ঠ শিল্প নির্দেশক’ হিসেবে ‘সুড়ঙ্গ’-এর শহীদুল ইসলাম পুরস্কার পেতে পারেন। ‘শ্রেষ্ঠ মেকআপম্যান’ হিসেবে ‘প্রিয়তমা’র সবুজ খান অথবা ‘সুড়ঙ্গ’-এর মো. খোকন মোল্লা পুরস্কার পেতে পারেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কার মোট ২৮টি ক্যাটাগরিতে দেওয়া হবে। সূত্র জানায়, ‘আমরা প্রতি ক্যাটাগরিতে নিয়ম অনুযায়ী দু’টি করে নাম সুপারিশ করেছি। যেসব ক্যাটাগরিতে একই নম্বর দুজনেই পেয়েছেন, সেসব ক্ষেত্রে দুয়ের অধিক নাম সুপারিশ করা হয়েছে। তবে কারা পুরস্কার পাচ্ছেন কিংবা সুপারিশ করেছি কাদের নাম, তা বলার অধিকার আমার নেই।’ সূত্র জানায় আগামী সপ্তাহে পুরস্কারপ্রাপ্তদের চূড়ান্ত নাম প্রজ্ঞাপন জারির মাধ্যমে জানানো হবে। শিগগিরই আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন ড. মুহাম্মদ ইউনূস।