সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০২:৪৭ অপরাহ্ন

জেলা পুলিশ নেত্রকোণা কর্তৃক আয়োজিত বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত

রংধনুটিভি ডেস্ক রির্পোট
  • আপডেট সময়: রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ২৬ টাইম ভিউ
জেলা পুলিশ নেত্রকোণা কর্তৃক আয়োজিত বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত

১৯ এপ্রিল মঙ্গলবার সকাল ১১.০০ টায় নেত্রকোণা জেলা পুলিশ লাইন্স ড্রিলশেডে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের মাননীয় ডিআইজি জনাব মোহাম্মদ আতাউল কিবরিয়া, ময়মনসিংহ রেঞ্জ, বাংলাদেশ পুলিশ। সভায় সভাপতিত্ব করেন সুযোগ্য পুলিশ সুপার, জনাব মির্জা সায়েম মাহমুদ পি‌পিএম, নেত্রকোণা । ডিআইজি মহোদয় নেত্রকোণা পুলিশ লাইন্সে এসে পৌঁছালে ফুলেল শুভেচছা জানান পুলিশ সুপার, নেত্রকোণা এবং জনাব রিপন কুমার মোদক ,অতিরিক্ত পুলিশ সুপার, ইনসার্ভিস ট্রেনিং সেন্টার নেত্রকোণা । ম্যাগজিন গার্ডে পুলিশ লাইন্সের সুসজ্জিত একটি চৌকস দল ডিআইজি মহোদয়কেঁ গার্ড অব অনার প্রদান করে। বিশেষ কল্যাণ সভায় ডিআইজি মহোদয় উপস্থিত অফিসার্স-ফোর্সদের সকল সমস্যার কথা মনোযোগ সহকারে শোনেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত প্রদান করেন। এছাড়াও তিনি তার বক্তব্যে ফোর্সের মনোবল বৃদ্ধি, ডিসিপ্লিন ও কল্যাণ সংক্রান্ত বিষয়ে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন ও বাস্তবায়ন নিশ্চিত করার জন্য পুলিশ সুপার সহ সংশ্লিষ্ট সকলকে নির্দেশ প্রদান করেন। এসময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2019 Breaking News
ESAITBD Sof-Lab UAE/BD