ময়মনসিংহের ত্রিশালে আওয়ামী লীগের ৬ ইউপি চেয়ারম্যানসহ ২৮ জনকে আসামি করে সন্ত্রাস বিরোধী আইনে ত্রিশাল থানায় মামলা হয়েছে।অজ্ঞাত আসামি আছেন ৩০/৩৫ জন।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকায় জননিরাপত্তা বিপন্ন,বড় ধরনের অপরাধের ষড়যন্ত্রে লিপ্ত হয়ে জনসাধারনের মধ্যে আতংক সৃষ্টি ও সন্ত্রাসী কর্মকান্ডের জন্য সমবেত হওয়ায় পুলিশের বিশেষ অভিযানে ত্রিশাল উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুল ইসলাম ওরফে টোকাই কামরুল (৪০) গ্রেফতার হয়। এ ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনে ত্রিশাল থানা পুলিশের এসআই (নিঃ) দেবলাল সরকার বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
মামলায় ত্রিশাল উপজেলার ছয় ইউপি চেয়ারম্যান, আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমীক লীগ ও ছাত্রলীগের ২৮জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩০/৩৫জনকে আসামী করা হয়। আসামী ছয় ইউপি চেয়ারম্যানরা হলেন, ১নং ধানীখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ সোহেল, আওয়ামী লীগনেতা ও ২নং বইলর ইউপি চেয়ারম্যান খন্দকার মশিউর রহমান শাহানশাহ্, আওয়ামী লীগনেতা ও ৬নং ত্রিশাল ইউপির চেয়রাম্যান জাকির হোসেন, ৯নং বালিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ বাদল, ১০নং মঠবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুল কদ্দুস মন্ডল ও ১১নং মোক্ষপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ শামছুদ্দিন। উল্লেখিত চেয়ারম্যানদের মধ্যে ৪জন নৌকা প্রতীক নিয়ে ও ২জন আওয়ামী লীগনেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান হন। এছাড়াও মামলায় আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমীক লীগ ও ছাত্রলীগের ২৮জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩০/৩৫জনকে আসামী করা হয়।
যারা আসামি হয়েছেন:-
১.মো: কামরুল ইসলাম ওরফে টোকাই কামারুল,ত্রিশাল উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক
২. মেহেদী হাসান মন্ডল (ত্রিশাল উপজেলা ছাত্রলীগের সভাপতি)
৩.ইলিয়াস হাসান রাব্বি আকন্দ.ধানিখোলা ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।
৪. জামান মন্ডল (ত্রিশাল উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক) (35) পিতা-ইব্রাহিম মন্ডল
৫.মোঃ রাকিবুল হাসান রাকিব (জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা)
৬. নূরে রাব্বি মুরাদ (জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সহ-সাভাপতি)
৭.আশার খান (ত্রিশাল উপজেলা যুবলীগের সহ-সভাপতি) (30) পিতা-মোহাম্মদ
৮.অভি সাব্বির (জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি)
৯. রাজিব পারভেজ (ত্রিশাল উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক)। পিতা-আজহারুল ইসলাম।
১০.মাজহারুল ইসলাম সুমন (ত্রিশাল উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক)।
১১. সোহেল মাহমুদ সুমন (ত্রিশাল উপজেলা শ্রমিকলীগের সভাপতি, পিতা-নজরুল ইসলাম নজি মেম্বার।
১২. মোঃ জাকির হোসাইন (ত্রিশাল উপজেলা আওয়ামীলীগের সদসা) (43) পিতা-মৃত আব্দুল খালেক।
১৩. মামুনুর রশিদ সোহেল (ধানীখোলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি) (4৪) পিতা-সোহরাব আলী
১৪. খন্দকার মশিউর রহমান শাহেনশাহ (ত্রিশাল উপজেলা আওয়ামীলীগের সদস্য) (48) পিতা-মোস্তাফিজু রহমান।
১৫.গোলাম মোহাম্মদ বাদল (বালিপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি) (60) পিতা:-মৃত শরাফত
১৬.আদনান (ত্রিশাল উপজেলা যুবলীগের সহ সভাপতি) (35) পিতা-গোলাম মোহাম্মদ বাদল।
১৭. শফিকুল ইসলাম হায়দার (ত্রিশাল উপজেলা সেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক)
১৮. মোঃ শামছুদ্দিন (মোক্ষপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি) (60) পিতা-মৃত সায়েম আলী শেখ।
১৯. আব্দুল কুদ্দুছ মন্ডল (মঠবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি), পিতা-আমজাদ মন্ড
২০. ইমরান হোসেন (ত্রিশাল উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক) (30) পিতা-দুলু কমিশনার
২১. মাহাবুল আলম পারভেজ (ত্রিশাল উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি (48) পিতা-হাবিবুর রহমান
২২. আমিমুর এহসান পারভেজ (মোক্ষপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি) (46) পিতা-হাফিজুল ভালুকদার
২৩) উবায়দুল্লাহ আল মাছুম টিপু (ত্রিশাল উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি (25) পিতা-আব্দুল আওয়াল।
২৪. ওমর ফারুক (বৈলর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক) (37) পিতা-ফজলুল হক।
২৫. ইমাম কাজী স্বপন (মোক্ষপুর ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য) (42) পিতা-মোঃ শামছুদ্দিন।
২৬।ইমাম হাসান সজিব (মোক্ষপুর ইউনিয়ন শাখা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের আহবায়ন ২৬.
২৭. নাইমুর রহমান দুর্জয় (জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ)
২৮. এমরান আহসান অলি (ত্রিশাল উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক (30) পিতা-আব্দুল মান্নান।
২৯. অজ্ঞাতনামা ৩০/৩৫ জন)