প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় কৃতি ছাত্র ৩০ এপ্রিল বুধবার শহীদ জাহিদুল ইসলাম পারভেজ কবর জিয়ারত করেছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির নেতৃবৃন্দ। ময়মনসিংহে ভালুকার বিরুনীয়া ইউনিয়ন কাইচান গ্রামে চিরনিদ্রায় শায়িত আছেন শহীদ পারভেজ। এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ (দঃ) জেলা বি এন পির আহবায়ক আলহাজ্ব জাকির হোসেন বাবলু, যুগ্ম আহবায়ক আলমগীর মাহমুদ আলম,সদস্য সচিব রুকনুজ্জামান সরকার রুকন সহ জেলা,উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গ,সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। গত ১৯ এপ্রিল বিকেলে বনানীর প্রাইম এশিয়া ইউনির্ভাসিটির ইংরেজি বিভাগ ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে মারামারি হয়। এসময় ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের ছুরিকাঘাতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ খুন হন। টেক্সটাইল বিভাগের শিক্ষার্থীদের অভিযোগ, বহিরাগতদের নিয়ে এসে বুকে ছুরি মেরে হত্যা করা হয়েছে পারভেজকে। এ ঘটনায় ২০ এপ্রিল পারভেজেরে চাচাতো ভাই হুমায়ুন কবির বাদী হয়ে বনানী থানায় আটজনের বিরুদ্ধে মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা আরও ২০-৩০ জনকে আসামি করা হয়। ২৪ বছর বয়সী পারভেজ বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। তার বাড়ি ময়মনসিংহের ভালুকায়।আলোচিত হত্যা মামলায় প্রধান আসামিসহ মোট ছয় আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।তারা হলেন-প্রধান আসামি মেহেরাজ ইসলাম (১৯), মাহাথির হাসান (২০), হৃদয় মিয়াজি (২৩), মো. আল কামাল শেখ ওরফে কামাল (১৯), আলভী হোসেন জুনায়েদ (১৯) ও আল আমিন সানি (১৯)।