বুধবার ৩০ এপ্রিল, শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর কর্তৃক আয়োজিত বিশ্ব মেধাসম্পদ দিবস ২০২৫ উদযাপন অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে শেরপুরের ছানার পায়েসের জিআই (G.I.) সনদ প্রদান করা হয়। শিল্প মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব আদিলুর রহমান খান, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব মোস্তফা সরয়ার ফারুকী এবং শিল্প মন্ত্রণালয়ের সচিব জনাব মোঃ ওবায়দুর রহমান মহোদয়ের কাছ থেকে জি আই পণ্য হিসেবে শেরপুর জেলার ‘ছানার পায়েস’ এর স্বীকৃতি হিসেবে প্রদত্ত সনদ গ্রহণ করেন তরফদার মাহমুদুর রহমান, জেলা প্রশাসক, শেরপুর। ফরেন সার্ভিস একাডেমি, ঢাকাতে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।