ময়মনসিংহ সদরের ভাটিকাশর এলাকায় সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত এক মাদ্রাসার শিক্ষক মৃত্যুর ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন।বাদী মাদ্রাসা শিক্ষক মোঃ হান্নান মিয়ার আত্মীয় নজরুল ইসলাম খান বাবুল কৃষ্টপুরআলীয়া মাদ্রাসা এলাকায় বসবাস করেন
সূত্র জানায়, ত্রিশালের রামপুর কাকচর বালিকা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক হান্নান মিয়া ময়মনসিংহ সদরের ভাটিকাশর এলাকায় তার আত্মীয়ের বাসায় যেতে গেলে ঘটনার সূত্রপাত হয়।
মামলার সূত্রে জানা যায়,বাদীর সহিত আসামিগনের পূর্ব হইতে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ ছিল।গত ৪ এপ্রিল রোজ শুক্রবার রাত আনুমানিক সাড়ে দশ ঘটিকার সময় কোতোয়ালি থানাধীন কৃষ্টপুর আলিয়া মাদ্রাসা রোড হইতে বাদী বাসায় ফেরার পথে ২৩ নং ভাটিকাসর অবকাশ ভিলার সামনে পাকা রাস্তার উপর পূর্ব পরিকল্পিতভাবে ৮-১০ জন লোক দাড়ালো চাকু,লোহার রড,লাঠি সহ দেশীয় অস্ত্রে সস্ত্রে সজ্জিত হইয়া বাদী এবং নজরুল ইসলাম পিতা রফিক খানের পথ রোধ করে ও অকথ্য ভাষায় গালাগালি শুরু করে।বাদি গালাগালি করতে মানা করিলে আসামি গন তাদের হাতে থাকা লোহার রড ও লাঠি শুটা দিয়া বাদীর মাথা,হাত-পা শরীরের বিভিন্ন জায়গায় এলোপাথাড়ি ভাবে বাইরাইয়া,কিল ঘুসি মারিয়া রক্তাক্ত জমাট,নীলা ফোলা যখম করে এবং বাদি কে চাকু দিয়া শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে নগদ এক লক্ষ টাকা নিয়ে যায়।পরে আশেপাশের লোকজন তাদেরকে উদ্ধার করে।
এই ঘটনায়,বাদী আদালতে মামলা করলে বিবাদী গণ বাদীকে মামলা তুলে নেয়ার জন্য হুমকি দিচ্ছে তা না হলে জানে মেরে ফেলবে।