রামগড়ে বন্যা দূর্গত এলাকা পরিদর্শনে ইউএনও মমতা আফরিন
মো:মাসুদ রানা, খাগড়াছড়ি প্রতিনিধি:
রামগড়ে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মমতা আফরিন। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা( পিআইও) মো.নজরুল ইসলাম।
গত দুইদিনের অতি ভারী বর্ষণে ও পাহাড়ি অঞ্চলের উজানের পানিতে ফেনী নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় রামগড় উপজেলা ও পৌরসভার বিস্তৃর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে রাস্তাঘাট,ফসলীজমির বীজতলা, পুকুরে চাষ করা মাছের ঘের বন্যার পানিতে তলিয়ে গেছে। শুক্রবার সকাল থেকে ফেনী নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় একাধিক গ্রামীণ সড়ক তলিয়ে যাওয়ায় ঐ সকল রাস্তায় ভাঙ্গনের সম্ভবনা দেখা দিয়েছে বলে স্থানীয় এলাকাবাসীরা জানিয়েছেন।
এদিকে, রামগড় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মমতা আফরিন জানান শুক্রবার রাত ৯টায় বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেছেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে কথা বলে তাঁদের সহযোগিতার প্রতিশ্রুতি দেন। এসময় তিনি আশ্রয় কেন্দ্রে থাকা বন্যা কবলিত পরিবার গুলোর মাঝে কিছু শুকনা পেকেট খাবার বিতরণ করেন।