মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০১:০৮ পূর্বাহ্ন

রামগড়ের বিভিন্ন মঠ মন্দিরের সভাপতি- সম্পাদকদের সাথে উপজেলা বিএনপির মতবিনিময়

রির্পোটারের নাম
  • প্রকাশ: শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪
  • ১৬৭ দেখা হয়েছে :

মোঃমাসুদ রানা, খাগড়াছড়ি প্রতিনিধিঃ

খাগড়াছড়ির রামগড়ে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা বিএনপি  সনাতন সম্প্রদায়ের বিভিন্ন মঠ মন্দিরের সভাপতি- সম্পাদকদের সাথে মতবিনিময় করেন।

গতকাল বৃহস্পতিবার (০৮ই আগষ্ট) সন্ধ্যা সাড়ে ৭ ঘটিকায় রামগড় বিএনপির অস্থায়ী কার্যালয়ে উপজেলা বিএনপির সভাপতি মো.হাফেজ আহম্মদ ভুইঁয়ার সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শেফায়েত উল্লাহ এর সঞ্চালনায় স্বাগত বক্তব্যে রামগড় পৌর বিএনপির সভাপতি মো.জসিম উদ্দিন বলেন, বর্তমান প্রেক্ষাপটে রামগড় এর সার্বিক নিরাপত্তা স্বাভাবিক ও সম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে এবং সনাতন সম্প্রদায়ের বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানে যাতে কেউ হামলা করতে না পারে  সেদিকে খেয়াল রাখতে জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইঁয়া উপজেলা ও পৌর বিএনপির সকল নেতৃবৃন্দকে সজাগ থাকার নির্দেশ দিয়েছেন।

মতবিনিময় সভায়  আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সহসভাপতি মোঃ জসিম উদ্দিন,  উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো.নুর হোসেন নুরু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো.আলাউদ্দিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেফায়েত মোর্শেদ ভূইয়া মিঠু প্রমূখ।

এসময় বক্তারা আরও বলেন কেউ যদি ব্যক্তিগত সমস্যা নিয়ে কোনো ধরনের অপরাধ বা বিশৃঙ্খলা সৃষ্টি করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা করেন  তাহলে তাদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান। উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সার্বিক পরিস্থিতি শান্ত রাখতে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এ সময় রামগড় উপজেলার সকল মন্দিরের সভাপতি সম্পাদকরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category



© All rights reserved ©  রংধনুটিভি ২০২৪
ESA IT BD Software Lab Trishal