শুভ বসাক :
গুজব ও অসত্য তথ্য ছড়িয়ে অনেকে সমাজে বিভ্রান্তি ছড়াচ্ছে। এজন্য দেশে শান্তি প্রতিষ্ঠায় গুজব প্রতিরোধে সঠিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন সেনবাহিনীর মেজর মাহমুদ। শনিবার (১০ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে ময়মনসিংহ জেলা প্রশাসক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময়কালে তিনি এ আহ্বান জানান। মেজর মাহমুদ বলেন, গুজব প্রতিরোধে একটি সেল কাজ করছেন, তারপরও গুজব থেমে নেই। এক্ষেত্রে সাংবাদিকদের আরো সচেতন থেকে সংবাদ পরিবেশন দরকার। কেননা একটি সংবাদ সমাজ ও রাষ্ট্রে অনেক গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায়। এ সময় তিনি গুজব প্রতিরোধে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। তিনি আরও জানান, সেনাবাহিনীর কর্তৃক একটা বাজার মূল্য তালিকা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঘুরছে। এটি ভুয়া।সেনাবাহিনী কোনো মূল্য তালিকা নির্ধারণ করেনি। কেউ বিশৃঙ্খলা বা গুজব ছড়ালে আমাদের তথ্য দিয়ে সহযোগিতা করবেন, আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিব। পুলিশের কার্যক্রম শুরু হয়েছে। আমরা তাদের সহযোগিতা করছি। জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাহফুজুল আলম মাসুম,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজিম উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম প্রিন্স। এছাড়াও ময়মনসিংহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক আজকের ময়মনসিংহ পত্রিকার সম্পাদক মোঃ শামসুল আলম খান, সাংবাদিক আব্দুল কাইয়ুম, সাংবাদিক নজরুল ইসলাম, সাংবাদিক আশিকুর রহমান মিঠু, সাংবাদিক মতিউল আলম, সাংবাদিক শুভ বসাক, সাংবাদিক নজিব আশরাফসহ প্রমুখ উপস্থিত ছিলেন। সাংবাদিকদের বক্তব্যে ময়মনসিংহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ শামসুল আলম খান বলেন, সংঘাত পেরিয়ে দেশ রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা নিঃসন্দেহে প্রশংসনীয়। তারা একটি দূর্ঘটনা থেকে জাতিকে রক্ষা করেছে।এক কঠিন অবস্থা থেকে দেশ আস্তে আস্তে শান্তিপূর্ণ পরিবেশে ফিরছে। দেশের পুরোপুরি শান্তিপূর্ণ পরিবেশে ফিরিয়ে আনতে সাংবাদিকদেরও সহযোগিতা থাকবে বলেও জানান তিনি।