আজ বিশ্ব মা দিবস। এই দিনে বিশেষভাবে মায়েদের স্মরণ করেন সন্তানেরা। সেটা সবাই করছেনও। কিছুদিন আগে মাকে চিরবিদায় জানিয়েছেন হালের জনপ্রিয় নায়িকা পূজা চেরি। পূজার মা ঝর্ণা রায় শেষনিশ্বাস ত্যাগ করেছেন গত ২৪ মার্চ। মায়ের মৃত্যুর পর ভালো নেই এই নায়িকা। সব সময়ই মাকে মনে করে স্মৃতিকাতর হয়ে ওঠেন তিনি। সদ্য মা হারানোয় তাঁর শূন্যতাও অপরিসীম। তাই তো মা দিবসের সকালেই চোখ ভেজা পূজা চেরির।
সামাজিক যোগাযোগমাধ্যমে মায়ের সঙ্গে নিজের ছবি শেয়ার করেছেন পূজা। ক্যাপশনে লিখেছেন, ‘মামণি দেখেছ? তুমি কি পচা কাজ করেছ, সকালে ঘুম থেকে উঠেই অঝোরে চোখ থেকে জল পড়তে দিলে! সারা জীবনই তো এই জল পড়বে গো মা। কি করে থামাব?’