মিহিরুজ্জামান সাতক্ষীরাঃ
আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় সাতক্ষীরায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের শিমুলবাড়িয়া গ্রামে এই আয়োজন করে এলাকাবাসী।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ১৪ নং ফিংড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মাস্টার হাবিবুর রহমান।
তিনি বলেন, দীর্ঘদিন জুলুম নির্যাতন সহ্য করার পর আজ আমরা প্রান খুলে আলোচনা করতে পারছি। ১২ বছর যাবত আমি পুলিশের ভয়ে আত্মগোপনে ছিলাম।
এই নির্যাতন সহ্য করতে গিয়ে আমাদের মধ্য থেকে অনেকেই হারিয়ে গেছেন। আজ আমরা বিজয়ী হয়ে মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারছি। এ জন্য পরম করুনাময় আল্লাহুর কাছে অশেষ শুকরিয়া।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, গাভা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আজাদুল ইসলাম, ইউপি সদস্য মো.ইউসুফ হোসাইন সরদার, শ্রমিক কল্যান ফেডারেশনের মো. বনি আমিন সরদার, মাওলানা মো.আলাউল করিম।