মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৩ অপরাহ্ন

সাতক্ষীরায় সাবেক এসপি সহ ২৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা

রির্পোটারের নাম
  • প্রকাশ: সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ১১৫ দেখা হয়েছে :

মিহিরুজ্জামান সাতক্ষীরাঃ

সাতক্ষীরায় সাবেক পুলিশ সুপার চৌধুরী মনজুরুল কবীর, তৎকালিন সিনিয়র সহকারী পুলিশ সুপার সদর সার্কেল কাজী মনিরুজ্জামান, সাতক্ষীরা সদর থানার তৎকালিন অফিসার ইনচার্জ মো.ইনামুল হক সহ ২৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। ২০১৪ সালের ২৭ এপ্রিল শহরের কামালনগরের একটি মেসে তৎকালিন ছাত্র শিবিরের শহর সেক্রেটারী আমিনুর রহমানকে হত্যা সহ ৭জনকে গুলি করার অভিযোগে মামলা দায়ের করা হয়।
সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে সাতক্ষীরা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১নং আদালতের বিচারক নয়ন বড়ালের আদালতে জেলার কালিগঞ্জ উপজেলার দক্ষিণ রঘুনাথপুর গ্রামের মফিজউদ্দিন সরদারের ছেলে মো.সিরাজুল ইসলাম (৫৪) বাদী হয়ে ভাই আমিনুর রহমান হত্যা সহ ৭ জনকে গুলিবিদ্ধ করার ঘটনার বিচার চেয়ে এ মামলা দায়ের করেন।
আদালতে বাদী পক্ষের আইনজীবী এ্যাড.আবুল কালাম বাবলা মামলার আর্জি বর্ণিত অভিযোগ সম্পর্কে বলেন, ২০১৪ সালের ২৭ এপ্রিল শহরের কামালনগরের একটি মেসে পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবীর, সাতক্ষীরা সদর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মো. ইনামুল হকের নেতৃত্বে অভিযান পরিচালনার নামে তৎকালিন ছাত্র শিবিরের শহর সেক্রেটারী আমিনুর রহমানকে গুলি করে হত্যা করে করা হয়।
এ সময় মেসে থাকা আরো ৭ জনের শরীরের বিভিন্ন স্থানে পুলিশ বন্দুক ঠেকিয়ে গুলি করা হয়। তিনি বলেন, রাজনৈতিক পরিস্থিতির কারণে তখন মামলাটি দায়ের করা সম্ভব হয়নি। এখন রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হওয়ায় সুষ্ঠু প্রতিকারের প্রত্যাশায় মামলাটি দায়ের করতে বিলম্ব হয়েছে। মামলার ধারা দন্ডবিধির ৩০২/৩৪।
উক্ত মামলার এজাহারনামীয় অন্যান্য আসামিরা হলেন, সাতক্ষীরা পৌরসভার ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.আনারুল ইসলাম রনি, যুবলীগ নেতা এস.এম ইউসুফ সুলতান, ডিবি পুলিশ সদস্য আলি হোসেন, কামালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মোকছেদ সরদারের ছেলে মো.বাবর আলী, পুলিশের এস,আই আবুল কাশেম, হুমায়ূন কবীর, বিধান কুমার বিশ্বাস, ইয়াছিন আলী, পুলিশের এ,এস,আই লিটন বিশ্বাস, কনস্টেবল জাহাঙ্গীর আলম, বেলায়েত হোসেন, জিল্লুর রহমান, বাবুল হোসেন, ফারুখ হোসেন, শেখ আলম, এস,আই আব্দুল হান্নান, হান্নান শরীফ, আবুজার গিফারী, হাবিবুর রহমান, কনস্টেবল রাসেল মাহমুদ, ওমর ফারুক, আব্দুর রহমান, আবিদুর রহমান, আসাদুজ্জামান ও বদরুল আলম।আদালত মামলাটি এফআইআর হিসেবে রেকর্ড করার জন্য সাতক্ষীরা সদর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category



© All rights reserved ©  রংধনুটিভি ২০২৪
ESA IT BD Software Lab Trishal