মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০১:০৩ পূর্বাহ্ন

অষ্ট্রিয়ার সংসদ নির্বাচনে নমিনেশন পেলেন লালমোহনের মাহমুদুর রহমান নয়ন

রির্পোটারের নাম
  • প্রকাশ: সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ১২৯ দেখা হয়েছে :

এইচ এম হাছনাইন,ভোলা প্রতিনিধি

আগামী ২৯ সেপ্টেম্বর অষ্ট্রিয়ার জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনে অস্ট্রিয়ান পিপলস পার্টি’র নমিনেশন পেয়েছেন বাংলাদেশী বংশোদ্ভূত ভোলার লালমোহনের মাহমুদুর রহমান নয়ন। বিদেশে বিভিন্ন সংগঠন অথবা মূলধারার রাজনীতিতে বাংলাদেশীদের অংশগ্রহণ এখন আর নতুন কিছু নয়। মেধা, যোগ্যতা আর সাহসিকতা নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশী বংশোদ্ভূতরা এখন সগৌরবে মহিমান্বিত।মাহমুদুর রহমান নয়ন ছাত্র রাজনীতি দিয়ে তার রাজনৈতিক জীবন শুরু। তিনি হায়ার ট্যাকনিকেল কলেজে ছাত্রবস্তায় ২০১২/২০১৩ ইং পুরু অষ্ট্রিয়ার সেন্ট্রাল স্টুডেন্ট ইউনিয়নের স্পিকার নির্বাচিত হন। সেখানে তিনি ১.১ মিলিয়ন স্টুডেন্ট এর নেতৃত্ব দেন। অস্ট্রিয়ান তরুন রাজনীতিবিদ মাহমুদুর রহমান নয়ন। মাত্র ২৯ বৎসর বয়সে বাংলাদেশী বংশোদ্ভূত এই তরুন অষ্ট্রিয়ার মূলধারার রাজনীতিতে নিজের অবস্থান তৈরি করে নিয়েছেন অষ্ট্রিয়ার রাজনৈতিক অঙ্গনে। ২০১৭ইং সালের অক্টোবরে ব্রিটেনে মাস্টার্স করার সময় তরুন এই রাজনীতিকের ডাক পরে অষ্ট্রিয়ার জাতীয় সংসদ নির্বাচনে অস্ট্রিয়ান পিপলস পার্টি থেকে নির্বাচন করার জন্য। তিনি যথারীতি নির্বাচনে অংশ গ্রহন করেন। কিন্তু সামান্য ভোটের ব্যবধানে হেরে যান।

এরপর মাহমুদুর রহমান নয়ন ২০২০ সালে ভিয়েনার সিটি কর্পোরেশনের ২৩ নং ডিসট্রিক্ট থেকে কাউন্সিলর হিসেবে নির্বাচনে অংশ গ্রহন করে কাউন্সিলর নির্বাচিত হন। এর মাধ্যমে তিনি অষ্ট্রিয়ার মাটিতে ইতিহাস গড়েছেন। এবার আবারও অষ্ট্রিয়ার জাতীয় সংসদ নির্বাচনে অস্ট্রিয়ান পিপলস পার্টি(্রঠচ) থেকে তাকে নমিনেশন দেয়া হোল। ইতিপূর্বে তিনি শুধু ভিয়েনার ২৩ নং ডিসট্রিক্ট থেকে নির্বাচন করেছিলেন। এবার তাকে পুরো ভিয়েনা সিটি থেকে নমিনেশন দেয়া হয়েছে। এবার ভিয়েনায় বসবাস করা বাংলাদেশী অস্ট্রিয়ান নাগরিকবৃন্দ মাহমুদুর রহমান নয়ন কে ভোট দিতে পারবেন। এক সাক্ষাৎকারে মাহমুদুর রহমান নয়ন দলমত নির্বিশেষে সকলের ভোট চেয়ে সকলের সহযোগিতা কামনা করেন। অষ্ট্রিয়ার জাতীয় সংসদ নির্বাচনে অস্ট্রিয়ান পিপলস পার্টি থেকে মাহমুদুর রহমান নয়ন নমিনেশন পাওয়ায় ভোলার লালমোহনে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category



© All rights reserved ©  রংধনুটিভি ২০২৪
ESA IT BD Software Lab Trishal