এইচ এম হাছনাইন, ভোলা প্রতিনিধি
ভোলার মেঘনায় বজ্রপাতে সালাউদ্দিন মাঝি (৩৮) নামের এক জেলে নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এবং নিখোঁজ রয়েছে তারই ছেলে শাহিন (১২) সে সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের রশিদ মাঝির ছেলা। সোমবার (১৯ জুলাই) বিকাল ৫টার দিকে এ মৃত্যুর ঘটনা ঘটে।স্থানীয় মেম্বার জাকির হোসেন মিঠু ঘটনাটি নিশ্চত করে বলেন, ওই পরিবারটি অত্যন্ত দরিদ্র পরিবার। মাছ শিকারই ছিলো তাদের একমাত্র আয়ের উৎস। বজ্রপাতে সালাউদ্দিন মাঝি নিহত ও সন্তান নিখোঁজ হওয়ায় তার স্ত্রী সন্তানরা শোকে বাকরুদ্ধ হয়ে পড়েছে। জানা যায়, নিহত সালাউদ্দিন তার ছেলে শাহিনকে নিয়ে ধনিয়া ইউনিয়নের কোড়ার হাট বাজার সংলগ্ন মধ্য মেঘনায় নৌকা নিয়ে মাছ শিকারে যায়। এ সময় বজ্রপাতে নৌকার মধ্যেই সালাউদ্দিনের মৃত্যু হয়। নৌকায় থাকা তার ছেলে শাহিন নদীতে পড়ে নিখোঁজ হয়। ভোলার নৌ-ওসি বিদ্যুৎ কুমার বড়ুয়া জানায়, তথ্যটি সম্পর্কে আমরা এখনও অবগত নই। তবে তথ্য নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।