এইচ এম হাছনাইন, ভোলা প্রতিনিধি
১৮ আগস্ট,রবিবার গাছ থেকে সুপারি পাড়াকে কেন্দ্র করে তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইসলামিয়া কামিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা রিয়াজের উপর তার বাড়ির কাছের চাঁদপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের আবুল কাশেমর ছেলে ফরহাদ ও তার ভাই হোসেনসহ ৮/১০ জন ধারালো অস্র নিয়ে অতর্কিত হামলা করে। তার অবস্থা এখন আশংকাজনক ও গুরুতর। সূত্রে জানা যায় প্রভাষক রিয়াজ ১৮ আগস্ট দুপুরে চাঁদপুর ইসলামিয়া কামিল মাদ্রাসার পরীক্ষার ডিউটি শেষ করে বাসায় আসে। আগে থেকে ওৎ পেতে থাকা প্রতিপক্ষ বাহিনী পূর্বপরিকল্পিতভাবে রিয়াজের বাগানে সুপারি পাড়তে যায়। বাগানে সুপারি পরার শব্দ পেয়ে তখন রিয়াজ তাৎক্ষণিক বাঁধা দিতে গেলে অতর্কিত হামলা করে ফরহাদ ও তার ভাই হোসেনসহ ৮ থেকে ১০ জন লোক । এ সময় রিয়াজের ভাই শামিম ও তার চাচাসহ ৩ থেকে ৪ জন তাদের সরিয়ে দিতে চাইলে তাদেরকেও পিটিয়ে আহত করে।তাদের চিৎকারের শব্দ শুনে স্থানীয়রা এসে তাদের দ্রুত তজুমদ্দিন সরকারি হাসপাতালের ইমার্জেন্সি বিভাগে ভর্তি করে। তজুমদ্দিন থানার ওসি আনোয়ারুল হক কে বিষয়টি জানানো হলে তিনি বলেন, ভিকটিমের পরিবারের পক্ষ থেকে মামলা করলে পুলিশ সঠিক তদন্ত করে অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসবেন। পারিবারিক সূূত্রে জানা যায় উন্নত চিকিৎসার জন্য রোগীকে ঢাকায় রেফার করা হয়।