মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম:

ভোলায় সাবেক এমপি মুকুলসহ ৫ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেছে আওয়ামীলীগ নেতা 

রির্পোটারের নাম
  • প্রকাশ: বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ১৩৪ দেখা হয়েছে :

এইচ এম হাছনাইন, ভোলা প্রতিনিধি

ভোলা-২ (দৌলতখান-বোরহানউদ্দিন) আসনের সাবেক এমপি আলী আযম মুকুলসহ পাঁচজনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে। বুধবার (২১ আগস্ট) সকালে দৌলতখান থানায় মামলাটি দায়ের করা হয়।

মামলাটির বাদী দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুল মালেক মাস্টার।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সত্যরঞ্জন খাসকেল মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

সাবেক এমপি মুকুল ব্যতীত মামলাটির অন্য চার আসামি হলেন – দৌলতখান পৌরসভার মেয়র জাকির হোসেন তালুকদার, তার ছেলে মো. আকাশ আহমেদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুর আলম ও ভোলা জজ কোর্টের সাবেক পিপি মো. কিরন তালুকদার।

ওসি জানান, বুধবার সকালে মামলাটির বাদী নিজে থানায় গিয়ে আসামিদের বিরুদ্ধে মামলাটি করেছেন। মামলায় উল্লেখ করা হয়েছে, চলতি মাসের ৩ আগস্ট উল্লেখিত আসামিরা একত্রিত হয়ে বাদীর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে বাদীকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলেও মামলায় উল্লেখ করা হয়।

তবে এ বিষয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ না করতে অনুরোধ জানিয়েছেন মামলার বাদী। তবে আসামিরা বলছে, মামলাটি সম্পূর্ণ মিথ্যা। রাজনৈতিক কারণে তাদের বিরুদ্ধে মামলাটি করা হয়েছে।

দৌলতখান থানার ওসি জানান, মামলাটি তদন্ত করে আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে তদন্ত চলাকালে এর চেয়ে বেশি কিছু বলা যাচ্ছে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category



© All rights reserved ©  রংধনুটিভি ২০২৪
ESA IT BD Software Lab Trishal