মিহিরুজ্জামান সাতক্ষীরাঃ
সাতক্ষীরায় বিজিবির অভিযানে আমেরিকান পিস্তল, তিন রাউন্ড গুলি ও প্রায় দুই কেজি রৌপ্য সহ তরিকুল ইসলাম নামের এক চোরাচালানীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দিনগত রাত ১টা ৪০ মিনিটে কলারোয়া উপজেলার কাকডাঙা সীমান্ত এলাকায় এই অভিযান চালায় বিজিবি। এতে নেতৃত্ব দেন কাকডাঙা বিওপির নায়েব সুবেদার মো.আবু তাহের পাটোয়ারী।আটককৃত আসামী তরিকুল ইসলাম(৪০) কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের দক্ষিন ভাদিয়ালী গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে।শুক্রবার(২৩ আগস্ট) সকালে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিজিবি-৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো.আশরাফুল হক। তিনি বলেন,ভারত থেকে অস্ত্র ও রৌপ্যের একটি চালান বাংলাদেশে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কাকডাঙা সীমান্তের সীমান্ত পিলার ১৩/৩-এস এর ৭ আর-বি হতে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালানো হয়। সেখানে তরিকুল ইসলাম নামের এক চোরাচালানী ভারত থেকে আমেরিকান পিস্তল(কপি),তিন রাউন্ড গুলি, ম্যাগাজিন ও ১ কেজি ৯৯৫ গ্রাম রৌপ্য সহ হাতেনাতে ধরা পড়েন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে। জব্দকৃত অস্ত্র ও রৌপ্য সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
(মিহিরুজ্জামান সাতক্ষীরা মোবাঃ০১৭১৪০৩৮২৮৭/০১৫১৮৯৪১১১৬)