মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০১:৩১ পূর্বাহ্ন

ভূমি দস্যুর সকল অপকর্মের জট খুললেন সাভারের সান্দাবাসী

রির্পোটারের নাম
  • প্রকাশ: সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ১৬৬ দেখা হয়েছে :

মোঃ ইমরান মোল্লা :

সাভারে বনগাঁও ইউনিয়নে সান্দার ভূমি দস্যুদের তীব্র যন্ত্রণায় অতিষ্ঠ এলাকাবাসী। দূর্নীতির কবলে পড়ে অএ এলাকার ভূমিহীন জনগণ। একটি আওয়ামীলীগের কুৎচক্র দল এসে পুরো এলাকাটা গ্রাস করে। চক্রের মূল হুতা মির মেহেদী হাসান । আওয়ামীলীগ সরকার ক্ষমতাই থাকা অবস্থায় কোটি কোটি হাতিয়ে নিয়েছেন সান্দা বাসীর থেকে। ভূয়া কাগজ পএ তৈরি করে, ক্ষমতার অপব‍্যহার করে, মানুষকে জিম্মি করে ইনকাম করেন কোটি কোটি টাকা। সরকারি গাছ কাটা, সরকারি জমি বিক্রি , মানুষকে ঘরে বন্দিকরে নির্যাতন, মিথ‍্যা মামলা সহ নানা অপকর্মে লিপ্ত হন মির মেহেদী হাসান। এতো দিন ভয়ে মুখ খুলেন নি এলাকার মানুষ । সরকার পদত‍্যাগের পড়ে একের পড় এক অপকর্মের জট খুলতে থাকেন সান্দাবাসী। পুলিশের হুমকি দিয়ে ঘরবাড়ি দখলসহ, পুরো এলাকার জমি নিজের আয়ত্বে নেন, এমনকি মানুষ ও তার দাস হিসাবে পরিনত হতো। আওয়ামীলীগ বিলুপ্ত হওয়ার পড়ে তার নামে সাভার মডেল থানায় একাধিক বার অভিযোগ হয়েছে। তবুও থামছে না মির মেহেদী হাসান। সাভার থানা অসহায় পরিবার পূর্ণ বাসন বহু মুখী সমবায় সমিতি নাম ধারণ করে, অবৈধ ভাবে গড়ে তোলেন প্রতিষ্ঠান। নির্বাচন ছাড়াই ক্ষমতার জোড়ে সভাপতির দাবি করছেন মির মেহেদী হাসান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category



© All rights reserved ©  রংধনুটিভি ২০২৪
ESA IT BD Software Lab Trishal