মোঃ হেলাল পালোয়ান কমলনগর (লক্ষীপুর) প্রতিনিধি
দেশের বিভিন্ন জেলার মতো লক্ষীপুরের কমলনগর উপজেলার ৮ নং চর কাদিরা ইউনিয়ন ও বন্যায় কবলীত হয়ে পানিবন্দি হয়ে পড়ে পুরো ইউনিয়ন ও আশপাশের এলাকা।গতকাল থেকে টানা বৃষ্টির কারণে বেড়েই চলছে পানি এতে আতঙ্কিত ও দিশেহারা বন্যা কবলিত মানুষজন।কাদিরা ইউনিয়ন ঘুরে দেখা যায় বন্যার পানিতে ভেসে গেছে মানুষের ঘরবাড়ি হাঁস-মুরগি গরু ছাগল ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র।
পানিতে ডুবে গেছে খাবার পানির টিউবওয়েল,ডুবে গেছে ভাত রান্না করার মাটির চুলা কোনরকম মানুষের দেওয়া ত্রানের শুকনো খাবার খেয়ে দিনাতিপাত করছে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষজন।অনেকের কাছে আবার ত্রাণ বা সাহায্য সহযোগিতা না পৌঁছায় না খেয়ে দিনাতিপাত করছে বন্যা কবলিত অনেকে।
গতকাল থেকে টানা বৃষ্টিতে পানি বৃদ্ধি পাওয়ায় বিপদসীমার উপরে বইছে উক্ত ইউনিয়নে বন্যার পানি তাই দেখা যায় অনেকেই গত কয়েকদিন নিজের বসতবাড়িতে পানির মধ্যে বসবাস করলেও আজ থেকে তাদের পরিবারের শিশু বিদ্যা ও অনেক সদস্যদের কে অন্যত্র সরিয়ে নিরাপদ স্থানে নিয়ে যেতে।
কমলনগর উপজেলা প্রশাসন ও কমলনগর এর বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান সাথে সাথে দেশের বিভিন্ন জায়গা থেকে ত্রাণ নিয়ে আসা অনেক গাড়ি ও স্বেচ্ছাসেবীদের দেখা যায় তারা তাদের সাধ্য মতো ত্রাণ বিতরণ ও সাহায্য সহযোগিতা করার চেষ্টা করছে কিন্তু বন্যা কবলিত অনেকেই দুঃখ প্রকাশ করে বলেন রাস্তার পাশে যারা বসবাস করে ত্রাণ সাহায্য সহযোগিতা খাবার সব তারাই পায় কিন্তু আমরা যারা রাস্তা থেকে একটু দূরে বা বেশি পানির মধ্যে বসবাস করি তাদের দিকে কেউ তাকায় না আমাদের কেউ কোনরকম খাবার দেয় না সাহায্য সহযোগিতা করে না খুব কষ্টে পানির মধ্যে দিন পার করতেছি জানিনা আল্লাহ কতদিন আমাদের এই কষ্টের মধ্যে রাখবে।
গতকাল থেকে টানা বৃষ্টির কারণে উক্ত ইউনিয়নের পাশাপাশি পুরো উপজেলা জুরে বাড়তে থাকে পানি,এতে আতঙ্কিত পুরো উপজেলাবাসী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস বলেন গতকাল থেকে থানা বৃষ্টির কারণে কমলনগরে পানি বাড়তে থাকে তবে কাদিরা ইউনিয়নে আগে থেকেই বন্যা কবলিত তাই পানি আরো বেড়ে গেছে আমরা উপজেলা প্রশাসন প্রতিদিনই আমাদের সাধ্য অনুযায়ী খাবার পানি ও সাহায্য সহযোগিতা করার চেষ্টা করে যাচ্ছি,
তিনি আরো বলেন পানি বাড়ছে সেটা ঠিক তবে আমরা এতে আতঙ্কিত হবো না।