মিহিরুজ্জামান সাতক্ষীরাঃ
সাতক্ষীরায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত ও সীমান্তের আশেপাশের এলাকায় কঠোর নজরদারি অব্যাহত রেখেছে। জোরদার করেছে সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা। সাতক্ষীরা বিজিবি ৩৩ ব্যাটালিয়নের সদস্যরা দায়িত্বপূর্ণ এলাকায় আইন-শৃংখলা সমুন্নত রাখতে সার্বক্ষণিক নজর রাখছেন সীমান্ত রেখায়। গত ১৫ দিনে সীমান্তের বিভিন্ন পয়েন্টে বিজিবি অন্তত ৭টি অভিযান পরিচালনা করেছে। আর এসব অভিযানে বিজিবির হাতে আটক হয়েছে দেশী-বিদেশী অস্ত্র, গুলি, ম্যাগাজিন, রূপার গহনা ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য। মাদকদ্রব্যের মধ্যে রয়েছে,লাইসার্জিক অ্যাসিড ডাই-ইথ্যালামাইড (এলএসডি), ক্রিস্টাল মেথ আইস, হেরোইন, মদ ও ফেনসিডিল।
সাতক্ষীরা বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক ও পরিচালক লে.কর্নেল মো.আশরাফুল হক (পিবিজিএম, পিএসসি, জি) বলেন,১০আগস্ট থেকে সাতক্ষীরা বিজিবি ৩৩ ব্যাটালিয়নের সার্বিক তত্ত্বাবধানে জেলার সীমান্তবর্তী এলাকায় স্বাভাবিক কার্যক্রম শুরু হয়। এ উপলক্ষে স্থানীয় সুধীজনের সাথে মতবিনিময় সভা করা হয়। সাম্প্রতিক সময়ে চলমান পরিস্থিতির আলোকে সাতক্ষীরা জেলার সীমান্তবর্তী জনপদে শৃঙ্খলা ফিরিয়ে জনমনে আস্থা বৃদ্ধির লক্ষ্যে বিজিবি সীমান্ত ও সীমান্তের আশে পাশের জনপদ সহ সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা জোরদারে মোবাইল ও স্ট্যাটিক টহল পরিচালনা সহ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়। সীমান্তে ও সীমান্তবর্তী এলাকায় জননিরাপত্তা হানিকর কর্মকার প্রতিরোধে বিজিবির সহায়তার জন্য নিকটস্থ বিওপি ও ব্যাটালিয়নের সমন্বয়ে জরুরি মোবাইল সেবা চালু করা হয়। বিজিবির এহেন কার্যক্রমের ফলে সীমান্ত ও সীমান্তবর্তী জনপদে শৃঙ্খলা এবং জনমনে স্বস্তি ফিরে এসেছে। সাতক্ষীরা বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক ও পরিচালক লে.কর্নেল মো.আশরাফুল হক বলেন, ১২ আগস্ট রাতে বিজিবি’র অভিযানে কুশখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত থেকে ১টি পিস্তল (দেশীয়) ও ৮রাউন্ড গুলি উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য এগারো হাজার ছয়শত টাকা। ১৩ আগস্ট বিকেলে বিজিবি’র অভিযানে সাতক্ষীরার মাদরা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত থেকে ৯ কেজি ২০০ গ্রাম ভারতীয় রুপার গহনা আটক করা হয়। যার আনুমানিক মূল্য তেরো লক্ষ বায়ান্ন হাজার চারশত টাকা। ১৭ আগস্ট সকালে সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলায় চান্দুরিয়া বিওপির সীমান্তে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামী বিহীন ৩ বোতল (প্রতি বোতল ১০০ এমএল) ভারতীয় লাইসার্জিক অ্যাসিড ডাই-ইমিথালামাইড (এলএসডি) মাদক আটক করা হয়। ২০ আগস্ট রাতে কাকডাঙ্গা বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা থেকে বিশেষ মাদকবিরোধী অভিযানে ১ কেজি ভারতীয় ক্রিস্টাল মেথ (আইস) আটক করা হয়। আটককৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য পাঁচ কোটি টাকা। ২১ আগস্ট ভোরে সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলায় কাকডাংগা বিওপির সীমান্তে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২কেজি ভারতীয় হেরোইন আটক করা হয়। আটককৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ৪০লক্ষ টাকা। ২২আগস্ট দিনগত রাতে সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলায় কাকডাংগা বিওপির ভাদিয়ালি সীমান্ত হতে একজন আসামীসহ ১টি বিদেশী পিস্তল (মেইড ইন ইউএসএ নামাঙ্কিত), ৩ রাউন্ড গুলি,১টি ম্যাগাজিন এবং ১ কেজি ৯৯৫ গ্রাম রুপার গহনা আটক করা হয়।
চোরাকারবারির অভিযোগে কলারোয়া উপজেলার দক্ষিণ ভাটিয়ালি গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে মো.তরিকুল ইসলাম (৪০)কে আটক করা হয়। এ সময় পালিয়ে যায় পূর্ব ভাদিয়ালি গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে মো.আব্দুল গফ্ফার (৪৫)। আটককৃত আসামি তরিকুল ইসলামের বিরুদ্ধে কলারোয়া থানায় ৪টি মাদক মামলা এবং পলাতক আসামী আব্দুল গফফারের বিরুদ্ধে ২টি অস্ত্র মামলা রয়েছে। এর পর ২৪ আগস্ট রাতে সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলায় তলুইগাছা বিওপির সীমান্ত হতে ২৫২ বোতল ভারতীয় ফেনসিডিল ও ৫১ বোতল মদ ও ২টি ধারালো হাসুয়া (দা) উদ্ধার করা হয়।
সাতক্ষীরা বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক ও পরিচালক লে.কর্নেল মো.আশরাফুল হক বলেন, মাদক,সন্ত্রাস,পাচার ও চোরাচালান নির্মূলে বিজিবি সীমান্তের অতন্ত্র প্রহরী হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছে।