ময়মনসিংহের ত্রিশালে বিশ্ব মা দিবস-২০২৪ উপলক্ষ্যে আলোচনা সভা ও মহিলাদের আত্মকর্মসংস্থানের জন্য ক্ষুদ্র ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৫২,ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য,শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান আনিছ।
ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদের সভাপতিত্বে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ১২ মে রবিবার দুপুরে প্রয়াত রাশেদুল ইসলাম কনফারেন্স রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভূমি)মোঃ মাহবুবুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন মহিলা বিষয় কর্মকর্তা শামীমা সুলতানা,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শহিদুল্লাহ।
পরে উপজেলায় বেকার অসহায় নারীদের মাঝে সুদমুক্ত ক্ষুদ্র ঋণের চেক বিতরণ করা হয়।