সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:২৫ অপরাহ্ন

ময়মনসিংহে সাফ ফুটবল বিজয়ী দলের অধিনায়ক কে সংবর্ধনা 

রির্পোটারের নাম
  • প্রকাশ: শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
  • ২৩২ দেখা হয়েছে :

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের কৃতি সন্তান সাফ অনুর্ধ্ব-২০ ফুটবল দলের অধিনায়ক আশরাফুল হক আসিফের নেতৃত্বে বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ায় তাকে গণ সংবর্ধনা দেয়া হয়।৩০ আগস্ট শুক্রবার দুপুরে ঈশ্বরগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় হল রুমে এ সংবর্ধনার দেয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ অনূর্ধ্ব ২০ দলের অধিনায়ক আসিফ বলেন,এই সাফল্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের স্বরণে উৎসর্গ করলাম। আমাদের এই বিজয়ে অর্জিত পুরষ্কারের অর্থ বন্যা কবলিত মানুষদের মাঝে প্রদান করা হবে।

উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তারের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য শাহ্ নুরুল কবীর শাহীন,ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও সাবেক ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম ভুঁইয়া মনি,ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি)মাজেদুর রহমান,প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মাহাবুবুল আলম,মাধ্যমিক কর্মকর্তা আশরাফুল ইসলাম,ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক সাইফুল ইসলাম তালুকদার,সাবেক সভাপতি আবুল কালাম আজাদ,ফেরদৌস কোরাইশী টিটু,নীলকন্ঠ আইচ মজুমদার,ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মহিউদ্দিন রানা।

ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব আতাউর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন,সাবেক কৃতী ফুটবলার আব্দুল হালিম,আসিফের মা পৌর কাউন্সিলর মমতাজ বেগম,ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হানিফা প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category



© All rights reserved ©  রংধনুটিভি ২০২৪
ESA IT BD Software Lab Trishal