মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৬:০৯ পূর্বাহ্ন

কমলনগরে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে কারিতাস বাংলাদেশের পক্ষ থেকে নগদ অর্থ ও স্বাস্থ্য সূরক্ষা বিতরণ

রির্পোটারের নাম
  • প্রকাশ: বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৫ দেখা হয়েছে :

মোঃ হেলাল পালোয়ান কমলনগর লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে জরুরী মানবিক সহায়তা নগদ অর্থ ও স্বাস্থ্য সূরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার)বিকাল ৩টার সময় উপজেলার চর লরেন্স ইউনিয়নের শহীদ স্মৃতি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এই কর্মসূচীর আয়োজন করা হয়।

এই সময় বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০জন পরিবারের মাঝে জনপ্রতি নগদ ৬হাজার করে ৬লক্ষ টাকা বিতরণ করা হয়।এছাড়া ত্রাণ সামগ্রী ও স্বাস্থ্য সূরক্ষা স্যানেটারী নেপকিন সহ মগ বালতি দেওয়া হয়ে থাকে।

এই সময় প্রদান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সূচিত্র রঞ্জন দাস,বিশেষ অতিথি জনাব দাঊদ জীবন দাস ডিরেক্টর প্রোগ্রাম ঢাকা,জনাব মার্সেল রতন গুদা আঞ্চলিক পরিচালক চট্টগ্রাম,জনাব ডেনিয়াল সিপু গমেজ কর্মসূচী কর্মকর্তা চট্টগ্রাম,জনাব পরিতোষ কুমার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা,জনাব রাকিব হোসেন জনস্বাস্থ্য কর্মকর্তা,জনাব আনোয়ার পারভেজ একাডেমিক সুপারভাইজার,এছাড়াও কারিতাস বাংলাদেশ আঞ্চলিক নির্বাহী কার্যালয়ের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্যঃকারিতাস বাংলাদেশ একটি মানবতাবাদী ক্যাথলিক দাতব্য সংস্থা।দেশের উপকূলীয় অঞ্চল গুলোতে যে কোন বৈশ্বিক মহামারী দূর্যোগ বন্যায় ক্ষতিগ্রস্ত প্রান্তিক জনগোষ্ঠীর ভাগ্য বদলের জন্য নিরলসভাবে কাজ করে।তাছাড়া শিক্ষা বিষয়ক কর্মসূচী,ক্ষুদ্র ঋন,আদিবাসীদের জীবন যাত্রার মানউন্নয়ন,স্বাস্থ্য সূরক্ষা,প্রতিবন্ধীদের আর্থিক সাহায্য প্রদান করে থাকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category



© All rights reserved ©  রংধনুটিভি ২০২৪
ESA IT BD Software Lab Trishal