মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৩ পূর্বাহ্ন

ভোলার কৃতি সন্তান শামসুল আলম ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য

রির্পোটারের নাম
  • প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১১ দেখা হয়েছে :

এইচ এম হাছনাইন, ভোলা প্রতিনিধি

ইসলাম আরবি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার কৃতিসন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ডঃ শামসুল আলম। ‌

তাকে আগামী চার বছরের জন্য নিয়োগ দিয়ে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় আইন-২০১৩-এর ১১১ ধারা অনুসরণ করে রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক অধ্যাপক শামসুল আলমকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।

৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকার পদত্যাগ করার পর ১৫ আগস্ট বিশ্ববিদ্যালয়ের ভিসির পদ থেকে পদত্যাগ করেন অধ্যাপক ড. মুহাম্মদ আবদুর রশীদ। পরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইসলামিক স্টাডিজ বিভাগে যোগদানের জন্য আবেদন করেছেন।

অধ্যাপক ড. মোহাম্মদ শামসুল আলম ২০০০ সালের ৯ নভেম্বর ইসলামিক স্টাডিজে লেকচারার হিসেবে যোগ দেন। এরপর ২০০৮ সালে একই বিভাগ থেকে ‘হিউম্যান ভ্যালু ইন ইসলাম’ শিরোনামে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এর আগে তিনি এই বিভাগ থেকে ১৯৯০ সালে ব্যাচেলর ডিগ্রি ও ১৯৯১ সালে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category



© All rights reserved ©  রংধনুটিভি ২০২৪
ESA IT BD Software Lab Trishal