মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৮:০৫ পূর্বাহ্ন

ফুলবাড়ীয়ায় মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান 

রির্পোটারের নাম
  • প্রকাশ: মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৭ দেখা হয়েছে :

মো. সেলিম মিয়া ফুলবাড়ীয়া প্রতিনিধি :

বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারী স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও একটি শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবীতে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার এমপিওভুক্ত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও  কর্মচারীরা এ মানববন্ধন কর্মসূচী হিসেবে অংশ গ্রহণ করেন।

২৪ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১১ টায় জেলার ফুলবাড়ীয়া উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয় ।

উপজেলা শিক্ষা পরিবার সংগঠনের সভাপতি আব্দুল মজিদ সভাপতিত্ব করেন। হরেকৃষ্ণ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সাইদুর রহমান সাইদ মৌলভীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, ফুলবাড়ীয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন, নিজাম উদ্দিন খান প্রধান শিক্ষক অন্বেষণ উচ্চ বিদ্যালয়, মাওলানা আব্দুল হক সুপার আছিম তালিমুল মিল্লাত দাখিল মাদ্রাসা, কাজী আতাউর রহমান প্রধান শিক্ষক বরুকা উচ্চ বিদ্যালয়, আকরাম হোসেন মল্লিক প্রধান শিক্ষক রাধাকানাই উচ্চ বিদ্যালয়, মোহাম্মদ ইয়াছিন আলী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আছিম আইডিয়াল উচ্চ বিদ্যালয় প্রমূখ। বক্তরা বলেন, আমাদের যে বেতন তাতে দিন চারশ থেকে ছয়শত টাকা পরে, অথচ একজন শ্রমিক দিনে ৫ থেকে ৭শ টাকা আয় করেন। সরকারি বিদ্যালয়ের শিক্ষক ও আমরা একই কাজ করি অথচ বেতনে অনেক বৈষম্য। বৈষম্য দূরীকরণ, শিক্ষকদের ন্যায্য দাবি মেনে নেওয়া এবং সকল বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণের দাবি জানান তারা। উপজেলার বিভিন্ন বেসরকারি মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষা পরিবারের শতাধিক শিক্ষক-কর্মচারী অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহি অফিসার কাবেরী জালাল এর  মাধ্যমে শিক্ষা উপদেষ্টা বরাবর স্বারক লিপি প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category



© All rights reserved ©  রংধনুটিভি ২০২৪
ESA IT BD Software Lab Trishal