শেখ শফিউল আলম লুলু ঝিনাইদহ
ঝিনাইদহ সদর উপজেলার মধুপুর চৌরাস্তা এলাকা থেকে মিরাজ হোসেন (২২) নামের এক মাদক কারবারি গ্রেফতার করেছে ঝিনাইদহ র্যাব-৬। আটককৃত মাদক ব্যবসায়ী মিরাজ হোসেন চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার সুলতানপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে।
শুক্রবার সকালে গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-৬ জানতে পারে ভারতীয় অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে মাদক ব্যবসায়ী অবস্থান করছে। ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে র্যাব-৬ এর আভিযান কারী দলটি শুক্রবার সকালে সদর উপজেলার মধুপুর চৌরাস্তা এলাকার টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ এর সামনে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কে একটি বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধ মাদকদ্রব্য ৪৬ বোতল ফেন্সিডিলসহ মিরাজ হোসেনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর অবৈধ মাদকদ্রব্য ৪৬ বোতল ফেন্সিডিল নিজ হাতে বাহির করিয়া দেয়। এ সময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল ৪৬ বোতল, ০২টি মোবাইল ফোন, নগদ- ৫২২/-টাকাসহ উদ্ধারপূর্বক জব্দ করে। জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর সহ আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়।