বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ সাদেক-এর পরিবারকে দোকান করে দিলেন দেশনায়ক তারেক রহমান।
ছাত্র-জনতার গণআন্দোলন চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত ময়মনসিংহের শহীদ হাফেজ মোঃ সাদেক-এর পরিবারকে একটি দোকান করে দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক জনাব তারেক রহমান।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শহীদ হাফেজ মোঃ সাদেক-এর পরিবারকে এই দোকান বুঝিয়ে দেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। শহীদ হাফেজ মোঃ সাদেক-এর গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার ১ নং দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের কালিকা বাড়িতে।
এসময় উপস্থিত ছিলেন- বিএনপি’র যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স,ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ন আহবায়ক,তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান, ফুলপুর তারাকান্দার গণ মানুষের আস্থাভাজন মোতাহার হোসেন তালুকদার,‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, আলমগীর কবীর ও সেলটির আহবায়ক আতিকুর রহমান রুমন, সদস্য সচিব কৃষিবিদ মিথুন। এছাড়া স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।