শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ সাইদুর রহমান মহোদয়ের বদলিজনীত বিদায় সংবর্ধনাশেরপুর জেলা পুলিশ হতে সম্প্রতি বদলির আদেশ প্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ সাইদুর রহমান মহোদয়ের বদলিজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ১৫ ঘটিকায় শেরপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে জেলা পুলিশের এই চৌকস কর্মকর্তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা প্রদান করেন শেরপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ আমিনুল ইসলাম মহোদয়।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে পুলিশ সুপার মহোদয় বিদায়ী কর্মকর্তাকে শেরপুর জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করে বিদায়ী কর্মকর্তাকে একজন মেধাবী, চৌকস ও পেশাদার কর্মকর্তা হিসেবে উল্লেখ্য করে তাঁর ব্যক্তিগত ও পেশাগত জীবনে উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
এ সময় শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ খোরশেদ আলম (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), ডিআইও-১ জনাব আবিদুর রহমান সহ অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন।