মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০১:৩৫ পূর্বাহ্ন

তজুমদ্দিনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি দলের সাথে নতুন ওসি ও ইউএনও’র মতবিনিময়

রির্পোটারের নাম
  • প্রকাশ: মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ৯৬ দেখা হয়েছে :

এইচ এম হাছনাইন,তজুমদ্দিন প্রতিনিধি

৮ অক্টোবর সকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ তজুমদ্দিন উপজেলা শাখার পক্ষ থেকে তজুমদ্দিন থানার নবাগত অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভ দেবনাথ এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার প্রতিনিধিগণ নবাগত অফিসার ইনচার্জকে ফুলেল শুভেচ্ছা জানান।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভ দেবনাথকে গত ১৬ বছর ধরে আলেম-ওলামা বিভিন্ন সরকারি কার্যক্রম থেকে যেমনঃ টিসিবি,রেশন, ভিজিএফ এবং অনুদান থেকে বঞ্চিত ও বৈষম্য হন বলে অবগতি করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ তজুমদ্দিন উপজেলা শাখার প্রতিনিধিগণ।
তারা আরো জানান যে, সামনে যেন তা না হয় তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভ দেবনাথ এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে মতবিনিময় সভা শেষে ইসলামী আন্দোলন বাংলাদেশ তজুমদ্দিন উপজেলা শাখার প্রতিনিধিগণ তজুমদ্দিন থানার নবাগত ওসির সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

সেখানে পরিচয় শেষে নবাগত ওসি আব্দুল্লাহ আল মামুন ইসলামী আন্দোলন বাংলাদেশ তজুমদ্দিন উপজেলা শাখার খোঁজখবর নেন এবং সামনে একসাথে প্রশাসনকে বিভিন্নভাবে সহযোগিতা করার জন্য অনুরোধ জানান।

আসন্ন হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ তজুমদ্দিন উপজেলা শাখার পক্ষ থেকে প্রশাসন এবং হিন্দু সম্প্রদায়ের লোকজনকে নিরাপত্তা ও সহযোগিতার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য বলেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অফিসার ইনচার্জ তজুমদ্দিন থানা।

উক্ত মতবিনিময় সভা ও সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন, ইসলামী যুব আন্দোলন ভোলা জেলা উত্তর শাখার সভাপতি মাওলানা শোয়াইব আহমেদ ফরিদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ তজুমদ্দিন উপজেলা শাখার সভাপতি মাওলানা হারুন অর রশিদ, সেক্রেটারি জেনারেল মাওলানা সাইফুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক সামছু উদ্দিন,ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তজুমদ্দিন উপজেলা শাখার তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এইচ এম হাছনাইন, সভাপতি রাসেল আহমেদ, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ তজুমদ্দিন উপজেলা শাখার সভাপতি হোসাইন আহমদ, সাধারণ সম্পাদক ফুয়াদ হোসাইনসহ দায়িত্বশীলগণ।

ইসলামী আন্দোলন বাংলাদেশ তজুমদ্দিন উপজেলা শাখার পক্ষ থেকে উপজেলা প্রশাসন ও আসন্ন হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসবে বিভিন্নভাবে সহযোগিতা করবেন বলে জানিয়েছেন প্রতিনিধিগণ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category



© All rights reserved ©  রংধনুটিভি ২০২৪
ESA IT BD Software Lab Trishal