মোঃ গোলাপ মিয়া,ষ্টাফ রিপোর্টারঃ
লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার বিভিন্ন ইউনিয়নে পূজা মন্ডপ পরিদর্শন করেন লালমনিরহাট জেলা প্রশাসক এইচ, এম, রকিব হায়দার , জেলা পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম উপজেলা নিবার্হী অফিসার নুর -ই- আলম সিদ্দিকী, থানা অফিসার ইনচার্জ সহ সরকারী কর্মকর্তাগণ।
সারা দেশের ন্যায় লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে উৎসবমূখর পরিবেশে পালিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গাপূজা। এর পরিপ্রেক্ষিতে অত্র জেলার জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার ও পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম,উপজেলা নিবার্হী কর্মকর্তা নুর-ই-আলম সিদ্দিকী মহোদয় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পূজা মণ্ডপে জোরদার করেছেন সেই সাথে আইনশৃঙ্খলা সমুন্নত রাখতে প্রতিদিন পূজা মন্ডপসমুহ পরিদর্শন সহ প্রতিটি পূজামণ্ডপ উদযাপন কমিটিদের সাথে মতবিনিময় করেছেন।ডিউটিরত পুলিশ ও আনসার সদস্যসহ সংশ্লিষ্ট থানা এলাকার সার্কেল অফিসারবৃন্দ সহ অফিসার ইনচার্জদের তৎপর থাকার নির্দেশ দিয়েছেন এবং সকল পূজা অনুসারীদের শারদীয় শুভেচ্ছা জানান।