এইচ এম হাছনাইন, ভোলা প্রতিনিধি
হেফাজতে ইসলাম বাংলাদেশ ভোলা জেলা কমিটি গঠন উপলক্ষে কাউন্সিল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে উপস্থিত ওলামায়ে কেরামের মতামতের ভিত্তিতে (হেফাজতে ইসলামের সাবেক জেলা সভাপতি) মাওলানা মোহাম্মদ আনাসকে সভাপতি, মাওলানা তৈয়বুর রহমানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
এছাড়া, মাওলানা মিজানুর রহমানকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, মাওলানা জালালুদ্দিনকে সাংগঠনিক সম্পাদক, মাওলানা কবির হোসাইনকে অর্থ সম্পাদক এবং মুফতি তরিকুল ইসলামকে প্রচার সম্পাদক করে ১৫১ সদস্য বিশিষ্ট ভোলা জেলার নতুন কমিটি ঘোষণা করা হয়।
রবিবার (১৩ অক্টোবর) বিকেল বাদ আসর বোরহানউদ্দিন থানার মসজিদ কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত কাউন্সিল সম্মেলনে এ কমিটি ঘোষণা করা হয়।
এ বিষয়ে তথ্যটি নিশ্চিত করেছেন সম্মেলনে উপস্থিত হেফাজতে ইসলাম বাংলাদেশ’র যুগ্ম-মহাসিচব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।
জানা গেছে, সম্মেলন উদ্বোধন করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির ও ভোলা জেলার সাবেক সভাপতি মাওলানা মোহাম্মদ আনাস (পীর সাহেব)।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন হেফাজতের নায়েবে আমির মাওলানা মাহফুজুল হক। বিশেষ অতিথি ছিলেন, নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, সাংগঠনিক সম্পাদক মুফতি বশিরুল্লাহ, সহকারী সাংগঠনিক সম্পাদক মাওলানা সানাউল্লাহ মাহমুদী, দফতর সম্পাদক মাওলানা আফসার মাহমুদ।