মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৭ পূর্বাহ্ন

ফুলবাড়িয়ায় ঈদগাহ মাঠের রাস্তার কাজ শুরু করলেন এমপি

রির্পোটারের নাম
  • প্রকাশ: শুক্রবার, ১৭ মে, ২০২৪
  • ১৩৭ দেখা হয়েছে :

ফুলবাড়িয়া গণমানুষের জননেতা, ১৫১ ফুলবাড়িয়া ময়মনসিংহ ৬ আসনের মাননীয় সংসদ সদস্য ও শিক্ষা মন্ত্রণালয় সম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, জননেতা আলহাজ্ব আব্দুল মালেক সরকার মহোদয় ১২ নং আছিম পাটুলী ইউনিয়নের ৩ টি পাকা রাস্তা উদ্বোধন করেন।

সোমবার ৬ নং ওয়ার্ড জঙ্গলবাড়ি দক্ষিণপাড়ায় এ উপলক্ষে এক পথসভার আয়োজন করা হয়।
এ সময় প্রধান অতিথির উপস্থিতিতে এলাকাবাসী তাদের বক্তব্যে দাবি জানান ৪ গ্রামের একটি প্রাচীন ঈদগা মাঠে যাওয়ার জন্য কোনো রাস্তা নেই,রাস্তাটি হলে ৬-৭ হাজার মানুষের চলাচলের সুবিধা হবে।
এ সময় প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য মহোদয় সাথে সাথে বিশেষ ক্ষমতাবলে ব্যাক্তিগত অর্থয়ানে, পাটুলি,ঘুঘুরাচালা,জঙ্গলবাড়ি মানুষের যাতায়াতের জন্য জঙ্গলবাড়ি দক্ষিণপাড়া থেকে দেড় কিঃমি রাস্তার কাজ ১ দিন পর থেকেই শুরু করে দেন।এতে এলাকাবাসী মাননীয় সংসদ সদস্য মহোদয় প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আরো বলেন ইতি পূর্বে কোনো এমপি মহোদয় আমাদের গ্রামে আসেনি, আমাদের দুর্দশার কথা শুনেনি।এমনকি চেয়ারম্যান, মেম্বার কেউ ঈদগাহতে যাওয়ার মুসল্লীদের দুর্দশার কথা শুনেনি।বৃষ্টির সিজনে পানিতে রাস্তা ডুবে যেতে।এতে মুসল্লীগন চরম ভোগান্তিতে পড়তো। মাননীয় এমপি মহোদয় এর নির্দেশে এই রাস্তার কাজ পরিদর্শন করেন বিশিষ্ট সমাজ সেবক ৯ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, এ কে এম বদরুল আলম মাসুদ,আহসান হাবীব সিদ্দিক,৬ নং ওয়ার্ডের মেম্বার আজিজুল হক,ছাত্রনেতা বায়েজিদ আহমেদ সহ এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category



© All rights reserved ©  রংধনুটিভি ২০২৪
ESA IT BD Software Lab Trishal