লালমনিরহাটে ডিবি পুলিশের অভিযান ৬০ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার ৩
রির্পোটারের নাম
প্রকাশ:
শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
১২০
দেখা হয়েছে :
মোঃ গোলাপ মিয়া,ষ্টাফ রিপোর্টারঃ লালমনিরহাট।
লালমনিরহাট জেলার গোয়েন্দা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৬০ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ ৩ জন আসামি গ্রেফতার করেছে। লালমনিরহাট জেলা পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম মহোদয়ের দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশ ১৭/১০/২০২৪ ইং তারিখে বিশেষ অভিযানে লালমনিরহাট থানার অর্ন্তগত পুলিশ লাইন্স সংলগ্ন ট্রাফিক পুলিশ বক্স এর সামনে লালমনিরহাট-রংপুর মহাসড়কে উপর হইতে” ইমালিফ ” নামক যাত্রীবাহী বাসের ডান পার্শ্বে থাকা একটি কাঠের সাইড বক্সের ভিতরে থাকা ৬০ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ ১। মোঃ রুবেল ইসলাম (২১), পিতা- মোঃ ইয়ানুছ আলী, মাতা-মোছাঃ কবিলা বেগম, সাং-মালগাড়া ০৪ নং ওয়ার্ড, ২। শ্রীঃ নন্দ রায় (১৯), পিতা- শ্রীঃ স্বপন কুমার রায়, মাতা- শ্রীমতী প্রতিমা রাণী রায়, ৩। শ্রীঃ বিশ্ব রায় (২০), পিতা- শ্রীঃ নির্মল রায়, মাতা- শ্রীমতী জোছনা রাণী, উভয় সাং- সেবক দাস, ০২ নং ওয়ার্ড, সকলের ইউপি- গোড়ল,সর্ব থানা- কালিগঞ্জ, জেলা-লালমনিরহাটগন দের গ্রেফতার করেছে। অভিযানের নেতৃত্ব দিয়েছেন এস,আই ,নিজাম উদ দৌলা এ,এস,আই মোঃ সাজেদুর রহমান সহ সঙ্গীয় ফোর্স।