মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০১:৩৮ পূর্বাহ্ন

ত্রিশালে নবী কে (সা:)নিয়ে কটূক্তিকারী আওয়ামীলীগ নেতা গ্রেফতার,ইউএনও,ওসির প্রতি এলাকাবাসী কৃতজ্ঞ 

রির্পোটারের নাম
  • প্রকাশ: শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ১৪২ দেখা হয়েছে :

বিশ্বনবী হযরত মুহাম্মদ(সা:)ও বিবি খাদিজাকে(রা:) নিয়ে ফেইসবুকে কটূক্তি করায় আমান উল্লাহ (আমান) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

শুক্রবার (১৮ অক্টোবর) সকালে স্থানীয় এই আওয়ামী লীগ নেতাকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়।

ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, ‘মহানবী হযরত মুহাম্মদ(সা:) ও বিবি খাদিজাকে (রা:) নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ৮ অক্টোবর আপত্তিকর মন্তব্য ও কটূক্তিকরে পোস্ট দেয় ত্রিশাল উপজেলার কাঁঠাল ইউনিয়নের কালির বাজারের আমান উল্লাহ।

ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়,গত ০৮/১০/২০২৪ তারিখ জনৈক মুহাম্মদ আমান উল্লাহ কর্তৃক তার নিজের ব্যবহৃত ফেইসবুক আইডি  Muhammad Aman Ullah হতে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)কে নিয়ে কটুক্তিমূলক মন্তব্যকে কেন্দ্র করে ধর্মপ্রাণ মুসল্লিদের মনে ব্যাপক আঘাত করে এবং এলাকায় উত্তপ্ত পরিবেশ সৃষ্টি হয়। বিষয়টি অফিসার-ইনচার্জ, ত্রিশাল থানা,ময়মনসিংহের নজরে আসিলে ত্রিশাল থানার মামলা নং-০৯, তারিখ-০৯/১০/২০২৪ খ্রিঃ, ধারা-২৯৫ পেনাল কোড-১৮৬০ তৎসহ সাইবার নিরাপত্তা আইন ২০২৩ এর ২৮(২)/৩১(২) রুজু করেন। জনৈক আমান উল্লাহ আমানকে গ্রেফতারের জন্য ধর্মপ্রাণ মুসল্লিগণ আল্টিমেটাম দেয়। ঘটনার পর হতে পোষ্টকারী মুহাম্মদ আমান উল্লাহ (৪৩) এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়। পুলিশ সুপার,ময়মনসিংহ মহোদয় অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা,ময়মনসিংহকে আসামি ধৃত করার জন্য নির্দেশ প্রদান করেন। পুলিশ সুপার,ময়মনসিংহ মহোদয়ের নির্দেশে অফিসার ইনচার্জ,জেলা গোয়েন্দা শাখা,ময়মনসিংহের নেতৃত্বে ডিবির একটি চৌকস টিম তথ্য প্রযুক্তির সহায়তা আসামীর অবস্থান নিশ্চিত হয়ে ধারাবাহিক অভিযান পরিচালনা করে ঢাকার ভাটারা থানাধীন নলতা এলাকায় আসামীর ভাড়া বাসা হতে ইং ১৮/১০/২০২৪ তারিখ গ্রেফতার করেন। গ্রেফতারের পর উক্ত অভিযুক্তকে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)কে নিয়ে কটুক্তিমূলক মন্তব্য সংক্রান্তে জিজ্ঞাসাবাদে সে ঘটনার সত্যতা স্বীকার করে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে আসামী আমানুল্লাহ আমান (৪৩), পিতা-আহসানুল্লাহ, মাতা-মৃতঃ মাহবুবা আক্তার, সাং-নলচিরা, থানা-ত্রিশাল, জেলা-ময়মনসিংহকে ত্রিশাল থানায় হস্তান্তর করা হয়েছে।

সূত্র জানায়, ত্রিশালের উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ ও অফিসার ইনচার্জ (ওসি) মনসুর আহমেদ সেই সময় হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব চলমান থাকায় স্থানীয় আলেম সমাজ ও ধর্মীয়নেতাদের সাথে আলোচনা করে কর্মসূচি স্থগিতের আহ্বান জানান। পরে তারা কর্মসূচি স্থগিত ঘোষণা করে ত্রিশাল থানায় আমান উল্লাহ আমানের বিরুদ্ধে একটি মামলা করেন।

স্থানীয় প্রশাসনের এরকম একটি স্পর্শকাতর বিষয়ে ব্যাপক তৎপরতার জন্য এলাকাবাসী তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।

এখানে উল্লেখ্য যে,আমান উল্লাহ ত্রিশাল উপজেলার কাঠাল ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category



© All rights reserved ©  রংধনুটিভি ২০২৪
ESA IT BD Software Lab Trishal