মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৬ পূর্বাহ্ন

আমিরাতে বাংলাদেশি প্রবাসীদের ‘আমিরাত আইডি কার্ড’ করা যে কারণে বাধ্যতামূল

রির্পোটারের নাম
  • প্রকাশ: বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ৭৭ দেখা হয়েছে :
  • মোহাম্মদ আরমান চৌধুরী

ইউ এ ই প্রতিনিধি

বৈধ ‘আমিরাত আইডি কার্ড’ থাকতে হবে এমন নিয়ম করেছে সংযুক্ত আরব আমিরাত।

যাদের কাছে ইতিমধ্যে এই কার্ড আছে কিন্তু মেয়াদ শেষ হয়ে গেছে, তাদের সেটি নবায়ন করতে হবে। যদি নবায়ন না করা হয় তাহলে পড়তে হতে পারে আইনি ঝামেলায়।

দেশটিতে কাজ করেন প্রায় ৭ লাখ বাংলাদেশি প্রবাসী। যা দেশটির বর্তমান মোট জনসংখ্যার বড় একটি অংশ।

বাংলাদেশিরা এই আইডি কার্ড পাওয়া এবং নবায়নের জন্য আমিরাতের আইডেন্টেটি, সিটেজেনশিপ, কাস্টমস এবং পোর্ট সিকিউরিটি নির্বাহী কর্তৃপক্ষের (আইসিপি) ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন।

অথবা চাইলে স্বীকৃত টাইপিং কেন্দ্রে গিয়েও নিজেদের এই আইডি কার্ড নবায়ন করার সুযোগ পাবেন তারা। কিছুক্ষেত্রে আবেদনকারীকে আইসিপির সার্ভিস সেন্টারে গিয়ে বায়োমেট্রিক ডাটা প্রদান করতে হতে পারে।

কার্ড ইস্যুর ফি (পাঁচ বছরের জন্য) হিসেবে দিতে হবে ১০০ দিরহাম (৩ হাজার ২৫০ টাকা)। সার্ভিস ফি বাবদ দিতে হবে ১৫০ দিরহাম (প্রায় পাঁচার হাজার টাকা)

টাইপিং সেন্টারের ফি দিতে হবে ৩০ দিরহাম (৯৭৫ টাকা)। আর জরুরিভাবে কাস্টমার হ্যাপিনেস সেন্টার থেকে কার্ড নিলে আরও ১৫০ দিরহাম খরচ করতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category



© All rights reserved ©  রংধনুটিভি ২০২৪
ESA IT BD Software Lab Trishal