মোঃ গোলাপ মিয়া,ষ্টাফ রিপোর্টারঃ লালমনিরহাটের আদিতমারী উপজেলায় বাংলাদেশ স্কাউটস উপজেলা শাখার আয়োজনে আদিতমারী সরকারী গিরিজা শংকর স্কুল এন্ড মাঠে ৮ম কাব স্কাউট হলিডে-২০২৪ শনিবার স্কাউট সদস্যদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে।আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার বাংলাদেশ স্কাউটসের উপজেলা সভাপতি নুর-ই-আলম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জেলা প্রশাসক ও জেলা স্কাউটসের সভাপতি এইচ ,এম রকিক হায়দার। বিশেষ অতিথি ছিলেন উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক জনাব নূর-ই তাসনিম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও জেলা স্কাউটসের সহ-সভাপতি স্বপন কুমার রায় চৌধুরী ও প্রাপ্ত স্কাউটার মোজাম্মেল হক।এ সময় উপস্থিত ছিলেন আদিতমারী থানার অফিসার ইনচার্জ আকবর আলী, উপজেলা শিক্ষা অফিসার এ, কে এম আজিজুল হক, উপজেলা স্কাউট এর সাধারণ সম্পাদক শওকাত আরা সিদ্দিকা,উপজেলা স্কাউট কমিশনার পরেশ চন্দ্র বর্মন।সমাপনী অনুষ্ঠান তাবু জলসায় স্কাউট সদস্যরা মনমুগ্ধকর পরিবেশনা উপস্থাপন করে। এ সময় কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরষ্কার ও সকল স্কাউট সদস্যদের সনদ বিতরণের মাধ্যমে কাব হলিডে অনুষ্ঠান শেষ হয়।আদিতমারী উপজেলার ১২৭ টি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিটি বিদ্যালয় হতে ০১ ষষ্ঠক কাব স্কাউট দল, ইউনিট লিডার, স্কাউট কর্মকর্তা, রোভার সদস্য সহ সর্বমোট ১০৫০ জন স্কাউটার অংশগ্রহণ করে।