এইচ এম হাছনাইন, ভোলা প্রতিনিধি
২৭ অক্টোবর ২৪ দুপুর ১২টায় ভোলা জেলা সদরে অবস্থিত ফাতেমা খানম আল-হেরা মাদ্রাসা মিলনায়তনে জেলার উলামা-মাশায়েখের সাথে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় প্রতিনিধিদলের পূর্বনির্ধারিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলার সর্বজন শ্রদ্ধেয় আলেমে দ্বীন মাওলানা আনাস সাহেব।
কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, সিনিয়র যুগ্মমহাসচিব মহাসচিব মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া, যুগ্মমহাসচিব মাওলানা ফজলুল করীম কাসেমী,মাওলানা লোকমান মাজহারী, মাওলানা মতিউর রহমান গাজিপুরী ও সহ-প্রচার সম্পাদক মাওলানা নূর মোহাম্মাদ কাসেমী।
সভায় সর্বসম্মতিক্রমে মাওলানা আনাস সাহবকে প্রধান উপদেষ্টা, মাওলানা মানসূর আহমদকে আহবায়ক ও মাওলানা মহিউদ্দীনকে সদস্যসচিব করে ১৫ সদস্যবিশিষ্ট জমিয়ত ভোলা জেলার আহবায়ক কমিটি গঠিত হয়।