মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৫ পূর্বাহ্ন

ত্রিশালের এম পি ১০০ জন শিক্ষক নিয়ে ভারতের শিক্ষা ব্যবস্থা দেখতে যাবেন

রির্পোটারের নাম
  • প্রকাশ: শনিবার, ১৮ মে, ২০২৪
  • ১৬০ দেখা হয়েছে :

ত্রিশালের এম পি ১০০ জন শিক্ষক নিয়ে ভারতের শিক্ষা ব্যবস্থা দেখতে যাবেন বলে দুদক কর্তৃক আয়োজিত সভায় ঘোষণা করেন

গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করা লক্ষ্যে দুর্নীতি দমন কমিশনের নির্দেশনায় ত্রিশাল উপজেলার প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের সাথে ১৮মে শনিবার সকালে ত্রিশাল নজরুল উচ্চ বালিকা বিদ্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও ত্রিশাল আসনের সংসদ সদস্য আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান আনিছ।
প্রধান অতিথি তার বক্তব্য বলেন,১০০ শিক্ষক (প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ) নিয়ে ভারতের শিক্ষা ব্যবস্থা দেখতে যাবেন।তিনি ইতিমধ্যে ভারতের হাই কমিশনারের সঙ্গে কথা বলেছেন।এই বছরের অক্টোবর মাসের মধ্যে তিনি এ সফর সম্পূর্ণ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন ।
ত্রিশালের উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ এর সভাপতিত্বে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব মোখলেছুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আলী সিদ্দিক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category



© All rights reserved ©  রংধনুটিভি ২০২৪
ESA IT BD Software Lab Trishal