কমলনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল
মোঃ হেলাল পালোয়ান
কমলনগর (লক্ষীপুর) প্রতিনিধি
লক্ষ্মীপুরের কমলনগরে ঐতিহাসিক ২৮ শে অক্টোবর গণহত্যা দিবস উপলক্ষে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা জামায়াতে ইসলামী বাংলাদেশ কমলনগর শাখা।
আজ সোমবার মাগরীবের নামায শেষে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা দলীয় নেতাকর্মীরা হাজির হাট বাজারের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু করে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশ করে।
উক্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সাবেক আমির হুমায়ূন কবির, উপজেলা জামায়াতের সেক্রেটারি আবুল খায়ের মাওলানা, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের ফারুক , ইউনুস সাইফুল্লাহ মুনির সহ আরো অনেকে। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির ডাঃ নূর উদ্দিন মাহমুদ, মো:কামাল,জুলহাস,আহাদ,বাহার সহ উপজেলা জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা হুমায়ূন কবির বলেন ২০০৬ সালের ২৮শে অক্টোবর তৎকালীন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে শান্তিপূর্ণ সমাবেশে শেখ হাসিনার নির্দেশে লগি বৈঠা ও অস্ত্র সহ সমাবেশ হামলা করে নেককারজনক হত্যাকাণ্ড ঘটিয়ে লাশের উপর নাচ করে তারা।
তিনি আরো বলেন আজ এই সময়ে সেই ২৮ শে অক্টোবর হত্যা কান্ডের সাথে জড়িতদের বিচার দাবি করছি, তিনি বলেন সেই খনি হাসিনার এমন বিচার করতে হবে যেন আগামীর বাংলাদেশ কোন শাসক এমন হত্যাকাণ্ডের সাহস না করে।