মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৮:০৪ পূর্বাহ্ন

ঈশ্বরগঞ্জে জিয়ারুল হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ২

রির্পোটারের নাম
  • প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ৬৯ দেখা হয়েছে :

জাহাঈীর আলম,

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পূর্ব শুত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় কিশোর জিয়ারুল ইসলাম (১৭) হত্যার ঘটনায় মামলার প্রধান আসামিসহ ২ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।পরে বৃহস্পতিবার গ্রেফতারকৃতদেরকে আদালতে সোপর্দ করা হয়।

সূত্র জানায়, বুধবার রাতে নিহত জিয়ারুল ইসলামের বাবা আলাল উদ্দিন বাদি হয়ে ৮ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ২/৩জনকে আসামিকে করে ঈশ্বরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে রাতেই ঈশ্বরগঞ্জ থানার উপ-পরিদর্শক এসআই কমল সরকারের নেতৃত্বে অভিযান চালিয়ে ঢাকার শাহবাগ এলাকা থেকে মামলার প্রধান আসামি উপজেলার রফিয়ার আলগী গ্রামের আনোয়ার হোসেন (৪৫) ও ৬নং আসামি আমিনুল ইসলাম (২০)কে গ্রেফতার করে।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওবায়দুর রহমান বলেন, জিয়ারুল হত্যায় সিসিটিভি ফুটেজ দেখে ও অভিযোগের ভিত্তিতে মামলা প্রধান আসামিসহ দুইজনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। বাকী আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার দুপুরে উপজেলার উচাখিলা ইউনিয়নের উচাখিলা বাজারে পূর্ব শুত্রুতার জেরে এ ঘটনাটি ঘটে। আহত জিয়ারুলকে এলাকাবাসী উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে ওইদিন সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় ওই কিশোরের মৃত্যু হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category



© All rights reserved ©  রংধনুটিভি ২০২৪
ESA IT BD Software Lab Trishal