১০ নভেম্বর রবিবার দিনব্যাপী ত্রিশাল উপজেলার সাখুয়া ইউনিয়নের নওপাড়া নাামক এলাকায় উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদের নির্দেশে সহকারী কমিশনার (ভূমি)মাহবুবুর রহমান মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় তিনি বিএসটিআইয়ের অনুমোদন ব্যাতীত পিউ কসমেটিকস নামীয় একটি প্রতিষ্ঠানে টয়লেট সোপ, স্ক্রীন ক্রিম ইত্যাদি পণ্য তৈরী ও প্যাকেজিং করতে দেখা যায়।সঙ্গীয় বিএসটিআই টিমের ফিল্ড অফিসার শাওন কুমার ধর আবীর বিএসটিআই আইন,২০১৮ এর ১৫ (১) ধারা লংঘনের অভিযোগ দায়ের করেন। অভিযোগটি আমলে নিয়ে বিএসটিআই আইনের ১৫(১) ধারা লঙ্ঘনের জন্য একই আইনের ২৭ ধারায় ১০০,০০০ (এক লক্ষ) টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং জব্দকৃত মালামাল বিধি মোতাবেক ধ্বংসের জন্য বিএসটিআইয়ের ফিল্ড অফিসারকে নির্দেশনা প্রদান করা হয়। পরবর্তীতে পৌরসভার ডাম্পিং জোনে জনসম্মুখে জব্দকৃত মালামাল ধ্বংস করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে ত্রিশাল থানা পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা প্রদান করেন।
সহকারি কমিশনার(ভূমি)মাহবুবুর রহমান জানান,জনস্বার্থে উপজেলা প্রশাসনের এই কার্যক্রম অব্যাহত থাকবে।