পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাসেল আহম্মেদ গ্রেফতার হয়েছেন। গ্রেফতারের পর মঙ্গলবার (১২ নভেম্বর) পাবনা আদালতে তোলা হয়। পরে বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন।
আগের দিন সোমবার সন্ধ্যায় পাবনা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি)র সহযোগীতায় চাটমোহর থানা পুলিশ পাবনা জেলা শহর এলাকা থেকে তাকে গ্রেফতার করেন। গ্রেফতারের পর তাকে আদালতে পাঠানো হয়। ডিবি’র ওসি হাসান বাসির গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আরো জানান, গত ৫ আগস্টের সারাদেশের মত ২৫ জুলাই পাবনার হান্ডিয়ালে বৈশম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনকে দমন, প্রতিহত ও নির্মূল করার জন্য হাত বোমা বিস্ফোরণ, চাইনিজ কুড়াল, লোহার রড ও লাঠি সোটা নিয়ে ছাত্র জনাতার উপর হামলায় জড়িতদের বিরুদ্ধে চাটমোহর থানায় একটি মামলা দায়ের হয়। ওই মামলায় রাসেল জড়িত থাকায় তাকে আটক করা হয়েছে। গতকাল সোমবার রাত পর্যন্ত তাকে ডিবি থানা হেফাজতে রাখা হয়েছিল। মঙ্গলবার তাকে পাবনা বিজ্ঞ আদালতে পাঠানো হয়। রাসেল আহম্মেদ হান্ডিয়াল ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোঃ রবিউল করিম চেয়ারম্যান এর ছেলে।